তরুণ পাথিরানাকে হেলায় হেলিকপ্টার শট মেরে ওড়াচ্ছেন 'বুড়ো' ধোনি! দেখুন ভিডিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চেন্নাই সুপার কিংসের বোলিংয়ের অন্যতম সেরা অস্ত্র মাথিশা পাথিরানা। শ্রীলঙ্কার এই পেসারের দুরন্ত বোলিং গত মরশুমে নজরকাড়া ছিল, বিশেষ করে লাসিথ মালিঙ্গার মত বোলিং অ্যাকশনে ইয়র্কার দেওয়ার ক্ষমতা রয়েছে পাথিরানার। তবে সেই পাথিরানাকে উড়িয়ে দিচ্ছেন ৪৩ বছর বয়সী মহেন্দ্র সিং ধোনি।
১০ মাস পর প্রথমবার কোনও প্রতিযোগিতামূলক ম্যাচে নামবেন মাহি। রবিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের আগে অনুশীলনে ঝড় তুলছেন ধোনি। এবার চেন্নাই সুপার কিংস থেকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, পাথিরানাকে নিজের চিরাচরিত হেলিকপ্টার শটে ছক্কা মারছেন ধোনি।
7️⃣ on L♾️P ????????#WhistlePodu #Yellove ???????? pic.twitter.com/TDWRLfoqNN
— Chennai Super Kings (@ChennaiIPL) March 19, 2025
গত মরশুমে হাঁটুর চোট সত্ত্বেও ঝোড়ো ব্যাটিং করেছিলেন ধোনি। আইপিএল ২০২৪ এ ৭৩টি বল খেলে ১৪টি চার ও ১৩টি ছয়ের সৌজন্যে ২২০.৫৫ স্ট্রাইক রেটে ১৬১ রান করেছেন তিনি। এই বছর সেই ঝড় আরও ভয়ঙ্কর আকারে ধারণ করতে মরিয়া মাহি।