চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ীরা কেন সাদা ব্লেজার পরেন? কী এর বিশেষত্ব?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার দুবাইতে নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত। আর সেই জয়ের পর উচ্ছ্বাসে ভাসতে দেখা যায় রোহিত-কোহলিদের। তবে ট্রফি তুলে দেওয়ার সময়ে এক বিশেষ দৃশ্য দেখা গিয়েছে, যা টি২০ বা ওয়ানডে বিশ্বকাপে দেখা যায় না। বরং চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই দৃশ্য দেখা যায়।
দেখা গিয়েছে, এক বিশেষ সাদা ব্লেজার পরে ভারতীয় ক্রিকেটাররা নিজেদের পদক নিয়েছেন এবং সব শেষে আইসিসি সভাপতি জয় শাহের হাত থেকে ট্রফি নেন অধিনায়ক রোহিত শর্মা। যদিও এটা নতুন নয়, ২০১৭ সালে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর হোক বা ২০১৩ সালে ভারত - একই ভাবে জয়ী দলের সদস্যদের সাদা ব্লেজার পরতে হয়েছিল। কিন্তু কেন? কী বিশেষত্ব রয়েছে এই ব্লেজারের?
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়েছিল ১৯৯৮ সাল থেকে, কিন্তু সেই বছর থেকে এই সাদা ব্লেজারের রীতি আসেনি। এটি এসেছে ২০০৯ সালে, যখন আয়োজক দক্ষিণ আফ্রিকা এই রীতি চালু করেছিল। সাফল্যের প্রতীক হিসেবে এই ব্লেজারকে সামনে আনা হয়েছিল। আর সেই রীতি মেনেই ২০১৩, ২০১৭ আর এবার ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের ক্রিকেটাররা সাদা ব্লেজার পরে উদযাপন করেছেন।