চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর ক্রিকেটারদের নিয়ে দেশে হবে কোনও সেলিব্রেশন?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ১২ বছরের খরা কাটিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত। দুবাইয়ে ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে আবারও বিশ্বসেরা হল টিম ইন্ডিয়া। আর এরপর ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে প্রশ্ন উঠছে, দেশে বিরাট-রোহিতরা ফিরলে কোনও সেলিব্রেশন হবে না?
২০২৪ সালে টি২০ বিশ্বকাপ জেতার পর মুম্বাইয়ে হুডখোলা বাসে র্যালির পর ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর এমন ছবি না দেখার সম্ভাবনাই বেশি। এর কারণ হল আইপিএল। আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল, যার ফলে ক্রিকেটারদের নিজেদের নিজেদের ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিতে যেতে হবে।
জানা গিয়েছে, অল্প কয়েক দিনের ছুটি কাটিয়ে ভারতীয় ক্রিকেটাররা যে যার ফ্র্যাঞ্চাইজির শিবিরে যোগ দেবেন। ইতিমধ্যেই বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। রবিবার থেকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রস্তুতি শুরু করে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। একই ভাবে চলতি মাসের শুরু থেকে প্রস্তুতি শুরু করেছে চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, কলকাতা নাইট রাইডার্স সহ একাধিক দল।