এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সদ্য মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে সই করেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। এবং এই খবরটি শিরোনাম কেড়ে নিয়েছে গোটা ফুটবল জগতের। এর পরেই বড়সড় মন্তব্য করে বসলেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
আরও পড়ুন - রাহুল দ্রাবিড় নন, এশিয়ান গেমসে ভারতীয় দলের দায়িত্বে এই প্রখ্যাত ক্রিকেটার
তিনি মনে করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের লিগ মেজর লিগ সকারের থেকে সৌদি আরবের লিগ সৌদি প্রো লিগ অনেক বড়। পর্তুগালে প্রাক মরশুমে প্রস্তুতিতে সেল্টা ভিগোর বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন মন্তব্য করলেন রোনাল্ডো।
তিনি বলেছেন, "সৌদি লিগ এমএলএসের থেকে অনেক ভালো। আমি সৌদি লিগের দরজা খুলে দিয়েছি, আর এখন সব খেলোয়াড়রাই এখানে আসছে। এক বছরের মধ্যে আরও অনেক ভালো খেলোয়াড় সৌদিতে আসবে। এক বছরের মধ্যে সৌদি লিগ তুর্কি লিগ ও ডাচ লিগকে টপকে যাবে।"
এদিকে ইউরোপে ফিরবেন না, সেটি স্পষ্ট করে দিয়েছেন রোনাল্ডো। তিনি বলেছেন, "আমি শতভাগ নিশ্চিত আমি ইউরোপে ফিরব না। আমার ৩৮ বছর বয়স হয়েছে, আর ইউরোপীয় ফুটবলের মান অনেকটা নেমে গিয়েছে। এখন একমাত্র প্রিমিয়ার লিগই ভালো জায়গায় রয়েছে, ওরা বাকি লিগগুলির থেকে অনেকাংশে এগিয়ে।"