শচীন তেন্ডুলকরের রেকর্ড ভাঙার নজির, ভাইয়ের পারফরমেন্সে গর্বিত সরফরাজ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক:- সদ্য ভারত বনাম ইংল্যান্ড টেস্টে অভিষেক করে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের প্রশংসা পেয়েছেন দাদা। এবার যেন সেই পথই অনুসরণ করলেন ভাই। শুধু তাই নয়, ভাঙলেন শচীন তেন্ডুলকরের রঞ্জি রেকর্ড। হ্যাঁ, রেকর্ডটি করেছেন সরফরাজ খানের ভাই মুশির খান। ছেলেদের প্রশংসা পেতে দেখে স্বভাবতই আনন্দিত বাবা নৌসাদ খান।
মুম্বই দলের হয়ে সব থেকে কম বয়সে শতরান করেছিলেন শচীন তেন্ডুলকার। এবার সেই রেকর্ডই ভাঙলেন মুশির খান। শচীন ১৯ বছর বয়সে এই রেকর্ডটি গড়েন। অন্যদিকে মাত্র ১৪ দিন হয়েছে মুশির ১৯ বছরে পা দিয়েছেন। সেখানেই রঞ্জি ট্রফির ফাইনালে বিদর্ভের বিরুদ্ধে ৩২৬ বলে ১২৬ রান করেছেন মুশির। যার দাপটে বিপক্ষকে ৫০০ রও বেশি রানে লিড দিয়েছে মুম্বই।
আরও পড়ুন- নাইট শিবিরে চিন্তার ভাঁজ, প্রথম কয়েকটি ম্যাচে নাও খেলতে পারেন শ্রেয়াস আইয়ার
ভাইয়ের পারফরমেন্সে আনন্দে ফেটে পড়েছেন সরফরাজ। সোশ্যাল মিডিয়ায় তার শতরানের মুহূর্ত পোস্ট করেছেন তিনি। এও লিখেছেন যে ‘ শের ভুকা হে”। তবে কি খান পরিবারের আরো এক সদস্যকে পেতে চলেছে ভারতীয় ক্রিকেট দল? দাদার মতোই কি জাতীয় দলের ড্রেসিংরুমে পা রাখবেন মুশির?