এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: বাঁ হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল তাঁর। কবে তিনি ফের কবে মাঠে ফিরবেন তা নিয়ে একটা প্রশ্ন থেকে গিয়েছিল। ৪২ বছরের মহেন্দ্র সিং ধোনিকে আসন্ন আইপিএলের শুরু থেকেই পাওয়া যাবে কি? এবার সিএসকে ও ধোনি সমর্থকদের বিশেষ বার্তা দিলে চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন। আগামী ১০ দিনের মধ্যেই ধোনিকে ফের নেটে দেখা যাবে এমনটাই বলছেন তিনি।
আরও পড়ুন: অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেল ভারতীয় মহিলা ক্রিকেট দল
জুনিয়র সুপার কিংস ইন্টার স্কুল টুর্নামেন্টের জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত হয়ে কাশী বিশ্বনাথন জানান, "ধোনি দ্রুত সুস্থ হয়ে উঠেছে। রিহ্যাবও শুরু করে দিয়েছে ও। আশা করছি আগামী ১০ দিনের মধ্যে নেটেও নেমে যাবে। ধোনি ইতিমধ্যেই জিমে গা ঘামানো শুরু করে দিয়েছে। খুব তাড়াতাড়ি ওকে ব্যাট হাতেও দেখতে পাওয়া যাবে।''
তিনি আরও বলেন, ''যতটুকু মনে হচ্ছে আগামী ২২ মার্চ থেকে আইপিএল শুরু হতে পারে। আমরা সেই মাসের প্রথম সপ্তাহেই দলের প্রথম ক্যাম্পের আয়োজন করব।''
গত মরসুমেই শুনতে পাওয়া যাচ্ছিল যে এটাই ধোনির শেষ আইপিএল হতে চলেছে। তবে ফাইনাল ম্যাচ জেতার পর তিনি ঘোষণা করেন যে আরও একটা মরশুম তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে চান। কিন্তু, গোটা বিষয়টাই তাঁর শারীরিক পরিস্থিতির উপর নির্ভর করবে।