ইউএস ওপেন জিতে ইতিহাস গড়লেন নোভাক জকোভিচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার ইউএস ওপেনের পুরুষ সিঙ্গলস ফাইনালে ড্যানিল মেডভেডেভকে হারিয়ে খেতাব জিতলেন নোভাক জকোভিচ। স্ট্রেট সেটে ৬-৩, ৭-৬ (৭-৫), ৬-৩ ফলে জেতেন জকোভিচ।
আর এর জেরে রেকর্ড ২৪তম গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতলেন জকোভিচ। এর জেরে ওপেন টেনিস ইতিহাসে মার্গারেট কোর্টের সাথে যুগ্মভাবে সব থেকে বেশি গ্র্যান্ড স্ল্যাম জেতার কীর্তি গড়লেন জোকার। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবীণতম পুরুষ চ্যাম্পিয়ন হলেন জকোভিচ।
পাশাপাশি সার্বিয়ান এই সুপারস্টার প্রথম মানুষ হিসেবে একই মরশুমে তিনটি গ্র্যান্ড স্ল্যাম জেতার নজির চারবার গড়লেন। আর এই জয়ের জেরে আবারও র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠে এলেন জকোভিচ।
আরও পড়ুন - ইউএস ওপেন ফাইনাল হেরেও দর্শকদের মন জিতে নিলেন রোহন বোপান্না
চলতি বছরে ইতিমধ্যেই অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেন জিতেছেন জকোভিচ। কেবল উইম্বলডন ফাইনালে কার্লোস আলকারাজের বিরুদ্ধে পাঁচ সেটের ম্যাচে পরাজিত হন জকোভিচ।