দলীপ ট্রফিতে দুরন্ত কামব্যাক, ওয়েস্ট জোনের হয়ে শতরান করলেন পূজারা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: টিম ইন্ডিয়ার ক্রিকেটার চেতেশ্বর পূজারা, ওয়েস্ট ইন্ডিজে আসন্ন সিরিজের জন্য জাতীয় টেস্ট দল থেকে বাদ পড়ার পর শুক্রবার দলীপ ট্রফিতে ওয়েস্ট জোনের হয়ে সেঞ্চুরি করেন। কেএসসিএ ক্রিকেট গ্রাউন্ডে সেন্ট্রাল জোনের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন ২৭৮ বলে ১৩৩ রনের ইনিংস খেলেন পূজারা। তাঁর ইনিংসে ছিল ১৪টি বাউন্ডারি ও একটি ছয়।
প্রথম ইনিংসে ১০২ বলে ২৮ রানের সামান্য অবদানের পর দ্বিতীয় ইনিংসে বড় রান করেন পূজারা। পৃথ্বী শ এবং প্রিয়াঙ্ক পাঞ্চালের প্রথম আউটের পর, পূজারা, সূর্যকুমার যাদবের সাথে ৯৫ রানের একটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন। সৌরভ কুমারের বলে আউট হওয়ার আগে সূর্যকুমার ৫৮ বলে ৫২ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন।অপর প্রান্তে একের পর এক উইকেট পড়লেও পূজারা একাই লড়ে যান। তাঁর ইনিংসটি ওয়েস্ট জোনকে ম্যাচের তৃতীয় দিনে ৩৫০ রানের লিড দিতে সাহায্য করে।
আরও পড়ুন: ডুরান্ডের বড় ম্যাচে কি সিনিয়র দল নিয়ে নামবে মোহনবাগান?
ভারতীয় দল থেকে পূজারাকে বাদ দেওয়া হয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাঁর খারাপ পারফরম্যান্সের জন্য। যেখানে তিনি ১৪ এবং ২৭ রান করেছিলেন। এই নিয়ে দ্বিতীয়বার পূজারা বাদ পড়লেন। যদিও পূজারা ওয়েস্ট ইন্ডিজ সফরকারী ভারতীয় দলের অংশ হবেন না, তবে দলীপ ট্রফিতে তাঁর সেঞ্চুরি ও তাঁর ব্যাটিং ক্ষমতা পূজারার মনোবল বাড়াতে সাহায্য করবে।