ডুরান্ড কাপের কোয়ার্টারে কঠিন প্রতিপক্ষ মোহনবাগানের, তুলনামূলক সহজ ম্যাচ ইস্টবেঙ্গলের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ অবশেষে প্রকাশ্যে এল ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের সময়সূচী। আইএসএল শিল্ড জয়ী মুম্বই সিটির মুখোমুখি হতে চলেছে মোহনবাগান। অন্যদিকে গোকুলাম কেরালার মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। দুটি ম্যাচই হবে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে।
শোনা গিয়েছিল যে ডুরান্ড কর্তৃপক্ষের তরফে মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত করা হবে কোয়ার্টার ফাইনালের সূচি। তবে এদিন দুপুরেই ডুরান্ডের তরফে জানিয়ে দেওয়া হয় কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচের সূচী।
আরও পড়ুন- ডুরান্ড ফাইনালের আগে হচ্ছে না কলকাতা ডার্বি!
সূচী অনুযায়ী, ২৪ আগস্ট গুয়াহাটিতে ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে খেলবে নর্থ ইস্ট ইউনাইটেড। ২৫ আগস্ট কলকাতায় গোকুলাম কেরালা এফসির বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল। ২৬ আগস্ট গুয়াহাটিতে এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে চেন্নাইয়ান এফসি এবং কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে যুবভারতীতে খেলবে মোহনবাগান সুপার জায়ান্ট।
প্রতিটি ম্যাচই হবে বিকেল ৬ টায়। প্রসঙ্গত, ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে জিতলে সেমিফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেড/ ইন্ডিয়ান আর্মির মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। অন্যদিকে মুম্বই সিটি এফসিকে পরাজিত করলে মোহনবাগান মুখোমুখি হবে এফসি গোয়া বনাম চেন্নাইয়ান এফসি ম্যাচের জয়ী দল। প্রথম সেমিফাইনাল ম্যাচটি হবে ২৯ আগস্ট এবং দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি হবে ৩১ আগস্ট। ডুরান্ড কাপের ফাইনাল ম্যাচটি হবে ৩ সেপ্টেম্বর।