ইস্টবেঙ্গল - ২ (তুহিন দাস, শ্যামল বেসরা)
খিদিরপুর এসসি - ০
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : হাল ফিরল ইস্টবেঙ্গলের। দাপুটে ফুটবলে টানা দ্বিতীয় জয় তুলে নিল লাল-হলুদ ব্রিগেড। বৃহস্পতিবার নৈহাটি স্টেডিয়ামে কলকাতা লিগ প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে খিদিরপুর স্পোর্টিং ক্লাবকে ১-০ ফলে হারাল ইস্টবেঙ্গল।
সিনিয়র দলের তিন ফুটবলার গুরসিমরত গিল, সৌভিক চক্রবর্তী ও মহম্মদ রাকিপকে খেলানো হয় এই ম্যাচে। এবং বলাই যায়, গত ম্যাচের তুলনায় বোঝাপড়াটা কিছুটা উন্নত হয়েছে ইস্টবেঙ্গলের। শুরু থেকে স্ট্রাইকার পজিশনে খেলা অভিষেক কুঞ্জমের প্রেসিংয়ে বাড়তি সুবিধা পাচ্ছিল ইস্টবেঙ্গল।
আরও পড়ুন - বিরাট কোহলির ৫০০ তম ম্যাচের আগে দলের সুপারস্টারকে নিয়ে বড় বার্তা দিলেন রাহুল দ্রাবিড়
৩২ মিনিটে ডিফেন্স লাইন থেকে একা উঠে এসে জোরালো শটে প্রিয়ন্ত সিংকে পরাস্ত করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন তুহিন দাস। এছাড়াও আমন সিকে ও কুশ ছেত্রী বেশ কয়েকবার ভালো সুযোগ তৈরি করেছিল।
আরও পড়ুন -বিরাট কোহলির ৫০০তম আন্তর্জাতিক ম্যাচঃ একনজরে দেখে নিন বিরাটের বিশেষ কিছু পরিসংখ্যান
এদিকে দ্বিতীয়ার্ধে অভিষেকের জায়গায় মহম্মদ নিয়াসকে নামান ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ। এর ফলে যেন লাল-হলুদের আক্রমণটা ক্রমেই নিস্তেজ হয়ে যায়। আর এর সুযোগ নেয় সায়ন্তন দাস রায়ের খিদিরপুর, খেলায় ফিরতে শুরু করে তারা।
নিয়াসকে নামানোর সিদ্ধান্তটি ভুল, সেটি ১৮ মিনিট পর বোঝেন বিনো। নিয়াসকে তুলে নামান শ্যামল বেসরাকে। এদিকে তীর্থঙ্কর সরকার নামার পর খিদিরপুর ইস্টবেঙ্গলের রক্ষণে চাপ দেয়।
আরও পড়ুন - এশিয়া কাপে তিনবার ভারত-পাকিস্তান ম্যাচ! কীভাবে সম্ভব? জেনে নিন
তবে ইঞ্জুরি টাইমে গোল করে জয় নিশ্চিত করল ইস্টবেঙ্গল। তন্ময় দাসের কর্নারে বল পেয়ে দুরন্ত ভলিতে গোল করেন শ্যামল বেসরা। আর এর জেরে টানা দ্বিতীয় জয় তুলে নিল ইস্টবেঙ্গল।