কেক কেটে-পতাকা উত্তোলন করে পালিত হল ইস্টবেঙ্গলের ১০৪তম প্রতিষ্ঠা দিবস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আজ ১ লা আগস্ট, ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবস। প্রতিটি ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে আজ অত্যন্ত গর্বের দিন। লাল হলুদ ক্লাবের ১০৪ তম প্রতিষ্ঠা দিবসে এদিন প্রতিবারের মতোই প্রথা মেনে সকাল বেলায় ক্লাব তাঁবুতে ক্লাবের প্রধান প্রতিষ্ঠাতা সুরেশ চন্দ্র চৌধুরীর প্রতিকৃতিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।
এদিন সকালে ক্লাবে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল রিজার্ভ দলের খেলোয়াড়রা। এছাড়াও ক্লাবের প্রাক্তন খেলোয়াড়রা, ক্লাবের কর্মসমিতির সদস্যগণ, বাংলাদেশ থেকে আগত প্রাক্তন খেলোয়াড় আসলাম ও ঘাউস এবং ইস্টবেঙ্গল ফুটবল স্কুলের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। ক্লাবের সদস্য ও সমর্থকরাও দূর-দূরান্ত থেকে ছুটে আসেন প্রিয় ক্লাবের প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে।
আরও পড়ুন-'ভারতীয় দলের কোনো অহংকার নেই!' কপিল দেবকে পালটা জবাব এই তারকা ভারতীয় ক্রিকেটারের
ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবস পালনের সূচনা করা হয় কেক কেটে। এর পর ক্লাবের পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন ভাস্কর গাঙ্গুলি, তরুণ দে, বিকাশ পাঁজি, মিহির বসু সহ ক্লাবের অন্যান্য প্রাক্তন খেলোয়াড়রা।