এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ওড়িশা এফসির বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামে ইস্টবেঙ্গল। ম্যাচ শুরুর আগে দুই দল যখন জাতীয় সঙ্গীতের জন্য দাঁড়ায়। সেই সময় দুই দলের ফুটবলারদের সাথে ছোট ছোট শিশুদের মাথায় ছিল বড়দিনের সান্তাক্লজের টুপি। তবে এদিন বারংবার সুযোগ তৈরী করেও লাল হলুদ ব্রিগেডের সান্তা হয়ে উঠতে পারলেন না ক্লেইটন, নন্দকুমার, নাওরেমরা। খারাপ রেফারিংয়ের শিকার হল কার্লেস কুয়াদ্রাতের ইস্টবেঙ্গল। খেলা শেষ হয় গোলশূন্য ফলাফলে।
আরও পড়ুন- জাতীয় দল ছেড়ে হঠাৎই দেশে ফিরলেন কোহলি! ছিটকে গেলেন আরও এক ক্রিকেটার
ম্যাচের শুরু থেকে দুই দলের ফুটবলাররাই রক্ষণ সামলে আক্রমণে ওঠার চেষ্টা করে। যদিও সার্জিও লোবেরার ওড়িশা দল বিল্ড-আপ ফুটবল খেলে ম্যাচের প্রথম ১০ মিনিটের পর দিয়েই আক্রমণে ওঠার চেষ্টা করে অন্যদিকে প্রতিআক্রমণের রাস্তা বেছে নেন ক্লেইটন-নন্দরা। ম্যাচের ২৪ মিনিটে রয় কৃষ্ণার হেড একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর ২৭ মিনিটে নন্দকুমার ওড়িশার রক্ষণকে নাচিয়ে একক দক্ষতায় প্রায় গোল করে ফেলেছিলেন।
ইস্টবেঙ্গল তাদের রক্ষণভাগ শক্তিশালী করে রাখলেও জাহুএর বাড়ানো ডিফেন্স চেড়া পাস লাল-হলুদ ব্রিগেডকে বারংবার সমস্যায় ফেলে।
তবে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ফলাফলে।
আরও পড়ুন- ‘বাস্তবকে মেনে নিতে হবে’- অবসর নেওয়ার আসল কারণ বললেন মেহতাব
দ্বিতীয়ার্ধেও দুই দল রক্ষণ সামলে আক্রমণে ওঠার চেষ্টা করে। মূলত মাঝমাঠে বলদখলের লড়াই চলে দুই দলের মধ্যে।
শেষ ১০ মিনিট ক্রমাগত গোলমুখি আক্রমণ করে লাল হলুদ ব্রিগেড। ৮২ মিনিটে নাওরেমের ক্রস থেকে হেডে গোল করার চেষ্টা করেন ক্লেইটন সিলভা তবে একটুর জন্য মিস করেন তিনি।
ম্যাচের শেষ মুহূর্তে নিজেদের বক্সের ভিতর হ্যান্ডবল করেন ফল কিন্তু পেনাল্টি পায়নি ইস্টবেঙ্গল। এরপর আবারও পেনাল্টির আবেদন করে ইস্টবেঙ্গল দল কিন্তু রেফারি সেন্থিল নাথান ইস্টবেঙ্গল ফুটবলারদের আবেদনে সাড়া দেননি। খেলা শেষ হয় ০-০ ফলাফলে।