এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বড়দিনে বড় উপহার পেলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। চলতি ইস্টবেঙ্গলে লাল-হলুদের রক্ষণে বড় ভরসা দেওয়া মিজো ডিফেন্ডার লালচুংনুংগাকে দীর্ঘমেয়াদী চুক্তিতে রেখে দিল ইস্টবেঙ্গল।
এবং শুধু বড়দিনই নয়, আজ লালচুংনুংগার জন্মদিনও বটে। ফলে জন্মদিনে দারুণ উপহার পেলেন লালচুংনুংগা। আগামী ২০২৫-২৬ মরশুম অবধি তিনি থাকছেন ইস্টবেঙ্গলে। শ্রীনিধি ডেকান এফসি থেকে লোনে আসা এই ডিফেন্ডার এবার পুরোপুরি থাকছেন ইস্টবেঙ্গলে।
চলতি আইএসএলে ইস্টবেঙ্গলের খারাপ পারফর্মেন্সের মাঝেও নজর কেড়েছেন লালচুংনুংগা। ৪৭টি ক্লিয়ারেন্স, ১৮টি ব্লক, ১১টি ইন্টারসেপশন এবং ৩৪টি ট্যাকল করেছেন লালচুংনুংগা এবারের আইএসএলে। হেড কোচ স্টিফেন কনস্টানটাইন ভরসা রেখেছেন এই তরুণ ডিফেন্ডারের উপর।
চুক্তি নবীকরণ করার পর লালচুংনুংগা ইস্টবেঙ্গল মিডিয়াকে দেওয়া সাক্ষাতকারে বলেছেন, "আমি খুব খুশি আর গর্বিত যে আমার ভবিষ্যত ভারতবর্ষের অন্যতম ঐতিহ্যশালী একটি ক্লাবের সাথে থাকবে। এটি একটি নতুন পথচলার শুরু, এবং আমার লক্ষ্য থাকবে এই ক্লাব ও তার সমর্থকদের জন্য সেরাটা দেওয়ার।"
"ইস্টবেঙ্গল একটি আবেগ, যা আমাদের একত্র করে রাখে। ঘরের বাইরে, এটিই আমার পরিবার বলে আমি মনে করি। আর আমি আমার ক্ষমতা দিয়ে চেষ্টা করব যাতে এই ঐতিহ্যশালী ক্লাবের সাথে যুক্ত সকলে খুশি থাকেন। আমি প্রতিজ্ঞা করছি এই লাল-হলুদ ব্রিগেড যে সম্মান পাওয়ার যোগ্য, তার জন্য নিজের সর্বস্ব দেব।"