ডুরান্ড কাপে এই এই দিন নামতে চলেছে ইস্টবেঙ্গল, অসন্তোষ প্রকাশ কর্তাদের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন ৩ আগস্ট থেকে শুরু হতে চলেছে ২০২৩ ডুরান্ড কাপ। তার আগে প্রকাশ্যে এল তিন প্রধানের সম্ভাব্য ম্যাচগুলির সময়সূচি। খসড়া সূচি অনুযায়ী মোহনবাগান এবং ইস্টবেঙ্গল, বাংলার দুই বড় ক্লাব একই গ্রুপে খেলতে চলেছে।
শোনা যাচ্ছে যে, ইস্টবেঙ্গল তাদের গ্রুপ পর্যায়ের তিনটি ম্যাচ খেলবে তিনটি ভিন্ন স্টেডিয়ামে। এক নজরে দেখে নিন ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল এফসির সম্ভাব্য সূচি।
৬ আগস্ট ইস্টবেঙ্গল মুখোমুখি হতে পারে বাংলাদেশ সার্ভিসেসের, এই ম্যাচটি হবে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। এরপর ১২ আগস্ট লাল হলুদ ব্রিগেড মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের, যা হতে চলেছে যুবভারতী ক্রীড়াঙ্গনে। ১৯ আগস্ট ইস্টবেঙ্গল মুখোমুখি হবে রাউন্ডগ্লাস পাঞ্জাবের, যা হবে মোহনবাগান মাঠে।
আরও পড়ুন - ডুরান্ড কাপে মোহনবাগান দলের সম্ভাব্য সূচি জেনে নিন
যা খবর, এই সম্ভাব্য সূচি পেয়ে ইস্টবেঙ্গল অসন্তোষ প্রকাশ করেছে। পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচটি মোহনবাগান মাঠ থেকে সরানোর আবেদন করেছে ইস্টবেঙ্গল। সম্ভাবনা অনুযায়ী, ম্যাচ সরে যেতেও পারে মোহনবাগান মাঠ থেকে।