পাঞ্জাবকে হারিয়ে গ্রুপশীর্ষে থেকে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে উঠল ইস্টবেঙ্গল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আনন্দের রেশ কাটছেই না ইস্টবেঙ্গল সমর্থকদের। বুধবার ডুরান্ড কাপের ম্যাচে পাঞ্জাব এফসিকে ১-০ ফলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল ইস্টবেঙ্গল এফসি। এর ফলে ২০১৯ সালের ডুরান্ডের পর প্রথমবার নকআউট পর্বে গেল লাল-হলুদের সিনিয়র দল।
আরও পড়ুন - আনোয়ারের জোড়া গোলে এএফসি কাপের পরবর্তী রাউন্ডে মোহনবাগান
ডার্বির সেই ছন্দটাই পাঞ্জাবের বিরুদ্ধে জারি রেখেছিল ইস্টবেঙ্গল। সল ক্রেস্পো ও বোরজা হেরেরার দাপটে মাঝমাঠে আধিপত্য বজায় রেখেছিল ইস্টবেঙ্গল। পাঞ্জাব চেষ্টা করেও প্রথমার্ধে সুবিধা করতে পারেনি।
প্রথমার্ধে বোরজার ক্রসে দুরন্ত হেডে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন জাভিয়ের সিবেরিও। ৪০ মিনিটে নিজের ও দলের গোল বাড়াতে পারতেন স্প্যানিশ ফরোয়ার্ড। কিন্তু নাওরেম মহেশ সিংয়ের ক্রস ক্রসবারে মারেন সিবেরিও।
তবে ক্রেস্পো ও বোরজার সাথে মাঝমাঠে ইস্টবেঙ্গলের দাপট কায়েম রাখতে সক্ষম হন সৌভিক চক্রবর্তী। পুরো মাঠ জুড়ে খেলে গেলেন বাঙালি এই মিডফিল্ডার। যার ফলে পাঞ্জাবকে যেন ১২ জনের বিরুদ্ধে খেলতে হচ্ছিল।
এরপর জোসে আন্তোনিও পার্দো ও ক্লেইটন সিলভা পরিবর্তন হিসেবে নামেন। যদিও দুজনেই এখনও ম্যাচ ফিট নন, তবুও তাদের ম্যাচ টাইম দিলেন কুয়াদ্রাত।
আরও পড়ুন - ভারতীয় ফুটবলে নক্ষত্রপতন, প্রয়াত কিংবদন্তি ফুটবলার মহম্মদ হাবিব
শেষের দিকে অবশ্য পাঞ্জাব আক্রমণে জোর বাড়ায়, কিন্তু জর্ডান এলসের উপস্থিতি ও প্রভসুখন গিলের বিশ্বস্ত হাত ইস্টবেঙ্গলকে জয় নিশ্চিত করিয়ে দেয়। এর ফলে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে উঠল ইস্টবেঙ্গল।