১৬৫৭ দিনের শাপমুক্তি ঘটল ইস্টবেঙ্গলের, ধরে রাখল নিজেদের ঐতিহ্যশালী রেকর্ড

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অবশেষে শাপমুক্তি ঘটল ইস্টবেঙ্গলের। ১৬৫৭ দিন পর কলকাতা ডার্বিতে জয় পেল লাল হলুদ ব্রিগেড। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্টকে ডুরান্ড কাপের কলকাতা ডার্বিতে ১-০ ফলে হারায় ইস্টবেঙ্গল এফসি। একমাত্র গোলটি করেন নন্দকুমার।
আরও পড়ুন - ইন্টার মায়ামিতে ফের মেসি ম্যাজিক! দলকে তুললেন সেমি ফাইনালে
আর এই জয়ের পর ইস্টবেঙ্গল সমর্থকদের উচ্ছ্বাস ছিল দেখার মত। হবে নাই বা কেন। চার বছর সাত মাস পর মোহনবাগানকে ডার্বিতে হারাল ইস্টবেঙ্গল।শেষবার ইস্টবেঙ্গল জিতেছিল ২০১৯ সালের ২৭ জানুয়ারিতে। সেবার আইলিগের ডার্বিতে জবি জাস্টিন ও হাইমে কোলাদোর গোলে ২-০ ফলে জিতেছিল ইস্টবেঙ্গল।
আর এরই সাথে, ডার্বিতে টানা অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখল ইস্টবেঙ্গল। ১৯৬৭ সালের ২০ সেপ্টেম্বর থেকে ১৯৭৫ সালের ৫ জানুয়ারি, মোট ১৯৩২ দিন মোহনবাগানের বিরুদ্ধে অপরাজিত ছিল ইস্টবেঙ্গল। সেই সময়ে মোট ১৭বার মুখোমুখি হয়েছিল দুই প্রধান, যেখানে ইস্টবেঙ্গল জিতেছিল ১৩টি ম্যাচ, আর ড্র হয়েছিল বাকি চার ম্যাচ।