ঘোষিত হল ২০২৩ বিশ্বকাপের জন্য ইডেন গার্ডেন্সের টিকিটের দাম

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি আসন্ন ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের জন্য ইডেন গার্ডেন্সে হতে চলা ম্যাচগুলির টিকিটের দাম ঘোষণা করেছেন। এবং বলাই যায়, সাধারণ ক্রিকেটপ্রেমীদের কথা ভেবে দাম নির্ধারণ করা হয়েছে।
মোট ৫টি ম্যাচ আয়োজিত হবে ইডেনে, যার মধ্যে রয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা ও সেমি ফাইনাল ম্যাচ। এই দুই ম্যাচের টিকিটের দাম সব থেকে বেশি ধার্য করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচের টিকিট সব থেকে কম ধার্য করা হয়েছে। এছাড়া ইংল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশের ম্যাচগুলির দাম আলাদা।
আরও পড়ুন - সাফ চ্যাম্পিয়নশিপ জিতে দল ও সমর্থকদের ভূয়সী প্রসংশা করলেন এআইএফএফ সেক্রেটারি
চলুন দেখে নিই কোন ম্যাচের টিকিটের কত দাম
আপার টিয়ার - ৬৫০ টাকা
D ও H ব্লক - ১০০০ টাকা
B,C,K ও L ব্লক - ১৫০০ টাকা
আপার টিয়ার - ৮০০ টাকা
D ও H ব্লক - ১২০০ টাকা
C ও K ব্লক - ২০০০ টাকা
B ও L ব্লক - ২২০০ টাকা
আপার টিয়ার - ৯০০ টাকা
D ও H ব্লক - ১৫০০ টাকা
C ও K ব্লক - ২৫০০ টাকা
B ও L ব্লক - ৩০০০ টাকা