সৌমাভ দাস: প্রচন্ড সম্ভাবনাময় ছিল। কিন্তু হাঁটুর চোটই ওর ফুটবলার জীবন কেড়ে নিল। না হলে বড় দলের জার্সি গায়ে চাপাতেই পারত ও।
নাম সৌমেন সরকার। অনূর্ধ্ব-১৬ বাংলা দলের হয়ে খেলেছে। খেলেছে ভারতীয় স্কুল স্তরেও। বাংলা দলে খেলার সুবাদে টাটা ফুটবল একাডেমিতে ডাক পেয়েছিল। কিন্তু ফাইনাল ট্রায়ালে বাদ পড়ে যায়। কলকাতা ময়দানে চুটিয়ে খেলেছে এরিয়ান, উয়াড়ি, ঐক্য সম্মেলনী ও হাওড়া ইউনিয়নে।
ফুটবলের গ্রাফটা যখন ক্রমশ উপরের দিকে উঠছে, স্বপ্ন দেখছে একদিন বড় দল খেলার। এলাকার লোকের পাশাপাশি ওঁর বাবাও ওকে খুব উৎসাহ দিচ্ছিলেন । ঠিক সেই সময়ই একটা চোট, ফুটবলার হওয়া থেকে ছিটকে দিল সৌমেনকে।
আজ ও হাওড়ার লিলুয়ায় একটা ছোট খাটো কোচিং সেন্টার চালায়। ফুটবলার গড়ার লক্ষ্যে। নিজের অপূর্ণ স্বাদ যদি তাদের মধ্যে দিয়ে পূরণ করা যায়।
জাতীয় লেভেলে খেললেও, সরকারি চাকরি পায়নি। বেসরকারি সংস্থায় কাজ করে। ছেলেদের কোচিং করানোর পর হাড় খাটুনি পরিশ্রম করে। নিজের সংসার চালানোর জন্য। আর কখনও অবসাদ মনে জাতীয় লেভেলে খেলা সার্টিফিকেটের দিকে তাকিয়ে থাকে সৌমেন।