এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক:- আর কিছুক্ষণের অপেক্ষা। তারপরেই শুরু হবে বহু প্রতীক্ষিত ডার্বি। টিকিট মূল্যের কারণে অনেক বিতর্ক হয়েছে এই ডার্বিকে নিয়ে। তবে এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় খবরটি হল, ডার্বি নিয়ে স্মৃতিচারণা করেছেন স্বয়ং ফিফা প্রেসিডেন্ট জিওভানি ইনফান্তিনো। ২০১৭ সালে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল কলকাতায়। সেখানে উপস্থিত ছিলেন ইনফান্তিনো।
তিনি জানিয়েছেন, “২০১৭ সালের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে উপস্থিত ছিলাম আমি। আরো বিশেষভাবে বলতে গেলে, বিশ্বের অন্যতম প্রাচীন ডার্বির দেখার সৌভাগ্য হয়েছিল আমার। মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দলের ভক্তদের আনুগত্য আমায় মুগ্ধ করেছিল।”নিজের সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানালেন ফিফা প্রেসিডেন্ট।
তিনি এও লিখেছেন, “ভারতের প্রথম যে স্টেডিয়ামে কোন ফিফা টুর্নামেন্টের ফাইনাল হয়েছিল সেখানেই আবার মুখোমুখি হতে চলেছে এই দুই দল। দুই দলেরই খেলোয়াড়দের জন্য আমার শুভেচ্ছা রইল।”এমনটাই জানালেন তিনি।
পোস্টের লিঙ্ক-
https://www.instagram.com/p/C4U9BvJrU9m/?igsh=aWY5aXk2bnhuZmQz
ডার্বি মহাযুদ্ধের ডঙ্কার বাজার আর বেশি দেরি নেই। এক কথায় বলতে গেলে উত্তেজনায় ফুটছে কলকাতার ফুটবল প্রেমীরা।সবুজ মেরুন না লাল হলুদ? কারা পাবেন আজ জয়ের স্বাদ?