অপুইয়ার অনবদ্য গোলে আইএসএল ফাইনালে মোহনবাগান

এক্সট্রা টাইম বাংলা ওয়েব ডেস্ক: একটু অদল-বদল মোহনবাগানের প্রথম একাদশে। লিস্টন কোলাসো খেললেন মনবীর সিংহের অভ্যস্ত পজিশনে, ডান উইংয়ে। আর লিস্টনের জায়গায় খেললেন আশিক কুরিয়ান। শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে সবুজ-মেরুন। মাঝমাঠে অপুয়া ও অনিরুদ্ধ থাপা নিয়ন্ত্রণ রাখছেন। আক্রমণে দুই বিদেশি—কামিংস ও জেমি ম্যাকলারেন। জামশেদপুর এফসিকে গোললাইন সেভ করতে বাধ্য করে মোহনবাগান।
দ্বিতীয়ার্ধের শুরুতে কোনো পরিবর্তন আসেনি। কোচ মোলিনা ভরসা রাখলেন প্ল্যান ‘এ’-তেই। প্রবল চাপে আশিকের ক্রস হাত দিয়ে নামিয়ে দেন জামশেদপুরের প্রণয় হালদার। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি কামিংস।
তবু কোচ প্ল্যান ‘বি’-তে যাননি, যেতে হয়েছিল বাধ্য হয়ে। আশিক চোট পেতেই মনবীর নেমে আসেন তার পরিচিত পজিশনে। লিস্টন ফেরেন নিজের পুরনো জায়গায়। এরপর কামিংসকে তুলে নামানো হয় দিমিত্রি পেট্রাতোসকে। তবে গোলের রাস্তা কিছুতেই খুলছিলনা!
পেরেক অপুইয়া। বক্সের বাইরে থেকে অতিরিক্ত সময়ে ডান পায়ে বাঁক খাওয়া বলে অসাধারণ গোল করলেন। জেতালেন, ফাইনালে তুললেন মোহনবাগানকে।