সুপার কাপের আগে বড় ধাক্কা গোয়ার, দল ছাড়লেন এই তারকা বিদেশি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন সুপার কাপের আগে বড়সড় ধাক্কা খেল এফসি গোয়া। সোমবার ক্লাবের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, পারস্পরিক সম্মতিতে আলবেনিয়ার ফরোয়ার্ড আর্মান্দো সাদিকু দল ছেড়েছেন।
চলতি মরশুমের শুরুতে মোহনবাগান ছেড়ে গোয়াতে এসেছিলেন সাদিকু। সেখানে প্রথম ৭ ম্যাচে ৮টি গোল করে নজর কাড়লেও পরের ১৭টি ম্যাচে মাত্র ২টি গোল করে ফর্ম হারিয়েছিলেন সাদিকু। সব মিলিয়ে ১০টি গোল ও ২টি অ্যাসিস্ট করেছেন সাদিকু। শেষ ১৫টি ম্যাচে মাত্র ৬টি ম্যাচে শুরু থেকে খেলেছেন সাদিকু।
???????????????? ????????????????????????????????????:
— FC Goa (@FCGoaOfficial) April 14, 2025
FC Goa and Armando Sadiku have mutually agreed to part ways with immediate effect. pic.twitter.com/teLscbgb1O
যদিও লিগে মোহনবাগানের পরে দ্বিতীয় স্থানে শেষ করেছে গোয়া। এরপর সেমি ফাইনালে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ৩-২ অ্যাগ্রেগেটে হেরেছে তারা। আসন্ন কলিঙ্গ সুপার কাপে আগামী ২১ এপ্রিল গোকুলাম কেরালার বিরুদ্ধে প্রথম রাউন্ডে খেলবে এফসি গোয়া।