ফেডারেশনের প্রতি ক্ষোভ দেখিয়ে কলিঙ্গ সুপার কাপ থেকে নাম প্রত্যাহার চার্চিল ব্রাদার্সের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কলিঙ্গ সুপার কাপ শুরুর আগে আবারও সমস্যা! প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিল এবারের আইলিগের 'অস্থায়ী' চ্যাম্পিয়ন চার্চিল ব্রাদার্স, যারা প্রথম রাউন্ডে মোহনবাগান সুপার জায়ান্টের প্রতিপক্ষ ছিল। এর ফলে বাই পেয়ে কোয়ার্টার ফাইনালে উঠে যেতে চলেছে সবুজ-মেরুণ ব্রিগেড।
কারণ হিসেবে চার্চিল জানিয়েছে, সুপার কাপের জন্য সর্বভারতীয় ফুটবল ফেডারেশন আইলিগের তিনটি দলকে নিয়ে যে ড্র আয়োজিত করেছিল, তা অস্বচ্ছ। প্রাথমিকভাবে সুপার কাপের যে সূচি প্রকাশ করা হয়েছিল, তাতে আইলিগের শীর্ষস্থানে থাকা দল হিসেবে চার্চিলের খেলার কথা ছিল বেঙ্গালুরু এফসির সাথে। কিন্তু এই ড্রয়ের পর আইএসএল শিল্ড-ট্রফি চ্যাম্পিয়ন মোহনবাগানের বিরুদ্ধে খেলতে হত চার্চিলকে, যা অন্যায় হিসেবে দাবি করছে তারা।
আসন্ন কলিঙ্গ সুপার কাপে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অস্বচ্ছ বাছাই প্রক্রিয়ার কারণ দেখিয়ে প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিল চার্চিল ব্রাদার্স। প্রথম রাউন্ডে মোহনবাগান সুপার জায়ান্টের প্রতিপক্ষ ছিল তারা, যার ফলে না খেলেই কোয়ার্টার ফাইনালে চলে যেতে পারে মোহনবাগান। pic.twitter.com/k0jeRiOOzz
— XtratimeBangla (@XtratimeB) April 13, 2025
গত ১৩ জানুয়ারি ইন্টার কাশী বনাম নামধারী এফসির ম্যাচে নামধারীর জয় সত্ত্বেও এক নির্বাসিত খেলোয়াড়কে খেলানোর অভিযোগে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি নামধারীর থেকে ৩ পয়েন্ট কেড়ে নিয়ে সেটি ইন্টার কাশীকে দেয়। তবে গত ২৭ মার্চ নামধারীর আপিলের জেরে ফেডারেশনের আপিল কমিটি শৃঙ্খলারক্ষা কমিটির সেই সিদ্ধান্তে স্থগিতাদেশ আনে। যার ফলে আইলিগ শেষ হলেও চ্যাম্পিয়ন কে, তা এখনও নির্ধারিত নয়। এখনও অবধি ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চার্চিল ব্রাদার্স, যার ফলে বর্তমানে তারা চ্যাম্পিয়ন। কিন্তু নামধারী ম্যাচের ৩ পয়েন্ট পেলে ইন্টার কাশী হবে চ্যাম্পিয়ন।
এই নিয়ে শুক্রবার আপিল কমিটির শুনানি হওয়ার কথা থাকলেও নামধারী এফসির আইনজীবী উপস্থিত না থাকায় শুনানি পিছিয়ে যায়। যার ফলে আইলিগের বর্তমান এই লিগ টেবিল এখনও অনিশ্চিত থাকায় আসন্ন কলিঙ্গ সুপার কাপের জন্য ইন্টার কাশী, চার্চিল ব্রাদার্স ও গোকুলাম কেরালাকে নিয়ে একটি ড্র আয়োজিত করে এআইএফএফ।