এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ফুটবল যারা পছন্দ করেন, তাদের মধ্যে এমন কেউ নেই যারা ব্রাজিল দলকে নিয়ে আগ্রহী। পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন, ফুটবল স্কিলের জাদুকরদের নিয়ে তৈরি ব্রাজিল দলটি নিয়ে প্রত্যেকেই আগ্রহী থাকে। কিন্তু ইদানিং সময়ে সেলেকাওদের নিয়ে আগ্রহ যেন অনেকটাই কমে গিয়েছে।
আর এটা কোনও সমীক্ষা বলছে না, স্বয়ং ব্রাজিল জাতীয় দলের সুপারস্টার নেইমার এই বার্তা প্রকাশ করেছেন। আর এমনটা হওয়ার জন্য খুবই কষ্ট পেয়েছেন নেইমার।
ফেনেমেনোস পডকাস্টে নেইমার এই নিয়ে বলেছেন, "এখন সেলেকাও (ব্রাজিল ফুটবল দল) আর সমর্থকদের মধ্যে দূরত্ব অনেক। এটা দুঃখজনক যে ব্রাজিল জাতীয় দল নিয়ে নতুন প্রজন্মের কোনো আগ্রহ নেই।"
কোপা আমেরিকায় ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরেও দুর্দান্ত ছন্দে রয়েছে ব্রাজিল। চলতি কাতার বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে একটি ম্যাচও হারেনি ব্রাজিল। দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে চলেছে এই দল। অথচ খোদ ব্রাজিলিয়ানদের মধ্যেই এই দল নিয়ে কোনও আগ্রহ নেই।
এই নিয়ে নেইমার বলেছেন, "আমি জানি না, এমনটা কীভাবে হলো। আমাদের খেলা নিয়ে এখন খুব কম কথাই বলে মানুষ। ব্রাজিলের খেলা এই প্রজন্মের কাছে গুরুত্বপূর্ণ কিছু নয়। এর মধ্যে বেঁচে থাকাটা খুব কষ্টের।"