এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আইএসএলের গত ম্যাচে কেরলের মাঠে কেরালা ব্লাস্টার্সকে হারানোর পর এটিকে মোহনবাগান দল আত্মবিশ্বাসের সাথে প্রস্তুতি নিচ্ছে আসন্ন কলকাতা ডার্বির জন্য। দলের কেমন অনুশীলন চলছে, কেমন তাদের পরিকল্পনা এই সকল বিষয় সবুজ মেরুণ ডিফেন্ডার প্রীতম কোটাল এটিকে মোহনবাগান মিডিয়া দলকে বিস্তারিত জানিয়েছেন।
প্রীতম বলেছেন, "অবশ্যই, গত ম্যাচে ৩ পয়েন্ট পেয়ে দল আত্মবিশ্বাসী। এখন আমরা ডার্বি ম্যাচের প্রস্তুতি নিচ্ছি, আশা করি এই ম্যাচেও আমরা তিন পয়েন্ট পাবো।"
নিজের ফুটবল জীবনে ইতিমধ্যে অসংখ্য ডার্বি খেলে ফেলেছেন প্রীতম, তবু তাঁর কাছে ডার্বি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানিয়েছেন, "ডার্বি সবসময় অন্যরকম খেলা, ডার্বি কোনো সহজ ম্যাচ নয়। আমি বাঙালি ফুটবলার আমার কাছে ডার্বি সবসময় স্পেশাল।"
বাঙালির প্রিয় বড় ম্যাচের আগে, এটিকে মোহনবাগানের প্রীতম চিরপ্রতিপক্ষ ইস্টবেঙ্গল দলের খেলোয়াড়দের প্রশংসা করে জানিয়েছেন, "ইস্টবেঙ্গল দলের ফরোয়ার্ড লাইন খুব শক্তিশালী, তাদের দলে জেরির মতো ভালো যুব খেলোয়াড়রাও আছেন। সব মিলিয়ে ইস্টবেঙ্গল খুব ভালো দল।"
এছাড়াও প্রীতম কোটাল জানিয়েছেন দলের আক্রমণ ভাগের খেলোয়াড়রা গত ম্যাচে গোল করে আত্মবিশ্বাসী এবং দলের রক্ষণভাগ প্রতি ম্যাচে গোল খাওয়ার জন্য তাঁরা কঠোর পরিশ্রম করছেন এবং ভুল শুধরে নেওয়ার চেষ্টা করছেন।
সবশেষে প্রীতম সকল মেরিনার্সদের মাঠে আসার আহ্বান জানান এবং বলেন মাঠে এসে সবুজ মেরুণ দলকে সমর্থকরা যেনো আরও উজ্জীবিত করে।