আইএসএলে স্বপ্নভঙ্গে বদলার বার্তা রিচার্ড সেলিসের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত রবিবার বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ড্র করে স্বপ্নভঙ্গ হয়েছে ইস্টবেঙ্গলের। এই ড্রয়ের ফলে আইএসএলের প্লেঅফসে ওঠার আশা শেষ হয়েছে লাল-হলুদ ব্রিগেডের। এর ফলে হতাশ সমর্থকরা, হতাশ খেলোয়াড়েরাও।
আর সেই হতাশার মাঝেই বদলার বার্তা দিয়ে বসলেন ইস্টবেঙ্গলের নতুন বিদেশি উইঙ্গার রিচার্ড সেলিস। নিজের সোশ্যাল মিডিয়ায় সেলিস স্প্যানিশ ভাষায় লিখেছেন, "প্লেঅফসে না উঠতে পারাটা সত্যিই হতাশার, যেখানে আমার সতীর্থরা অনেক লড়াই করেছে। একজন খেলোয়াড় কম থেকে খেলাটা খুব কঠিন, তবুও আমরা লড়েছি।"
এরপর সেলিস লিখেছেন, "ম্যাচে অসাধারণ পরিবেশ তৈরি করার জন্য আমাদের সমর্থকদের ধন্যবাদ জানাই। এবার মাথা তুলে এএফসির নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হই। ফুটবলে বদলার সুযোগ থাকে এবং আমরা সর্বতোভাবে চেষ্টা করব ক্লাবের নামকে শিখরে নিয়ে যাওয়ার।"
View this post on Instagram