বিষ্ণু-নন্ধদের ছাড়া জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে ইস্টবেঙ্গল! হায়দরাবাদের বিরুদ্ধে খেলবেন সেলিস?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইএসএলে আগমণের পর থেকে পরপর তিনটি ম্যাচ জেতা হয়ে ওঠেনি ইস্টবেঙ্গলের। তবে এবার সেই সুযোগটা সামনে এসেছে। বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গনে লিগের সেকেন্ড লাস্ট বয় হায়দরাবাদ এফসির বিরুদ্ধে খেলতে নামবে ইস্টবেঙ্গল। তবে হায়দরাবাদকে হালকাভাবে নিচ্ছেন না অস্কার ব্রুজো, বিশেষ করে গতবারের সাক্ষাতে যেভাবে শেষ মুহুর্তের গোলে ড্র করতে হয়েছিল তাদের।
এদিকে এই ম্যাচে অনিশ্চিত পিভি বিষ্ণু ও নন্ধকুমার। চলতি মরশুমের বিষ্ণুর দুরন্ত ফুটবলে ভাগ্য ঘুরেছে লাল-হলুদের। ফলে তরুণ উইঙ্গারের অনুপস্থিতি ইস্টবেঙ্গলকে ভোগাবে। তবে ফিট হয়ে উঠছেন রিচার্ড সেলিস, কিন্তু শুরু থেকে খেলার মত তৈরি তিনি? মঙ্গলবার অনুশীলনে প্রথম দিকে সাইডলাইনে থাকলেও, পরে সিচুয়েশন প্র্যাক্টিসে যোগ দেন সেলিস। ফলে আশা করা যায়, বেঞ্চে থাকবেন ভেনেজুয়েলার ফরোয়ার্ড।
এখন প্রশ্ন হল, বিষ্ণুর জায়গায় কে খেলবেন? গত দুই দিনের অনুশীলনে যা বোঝা গিয়েছে, তাতে নিশু কুমার নইলে ডেভিড লালানসাংগার মধ্যে একজন সেই জায়গা নিতে পারেন। দুই ফুটবলারকে তৈরি রাখছেন অস্কার। এদিকে হালকা চোট থাকলেও ডিফেন্সে হেক্টর ইয়ুস্তে জুটি বাঁধবেন আনোয়ার আলির সাথে। বাকি একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা কম।
প্রভসুখন গিল (গোলকিপার), লালচুংনুংগা, আনোয়ার আলি, হেক্টর ইয়ুস্তে, মহম্মদ রাকিপ, সল ক্রেস্পো (অধিনায়ক), সৌভিক চক্রবর্তী, নিশু কুমার / ডেভিড লালানসাংগা, নাওরেম মহেশ সিং, দিমিত্রিয়স দিয়ামান্টাকোস, রাফায়েল মেসি বৌলি।