এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ চোট-আঘাত এই মরসুমে ইস্টবেঙ্গল দলের সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে উঠেছে। চোটের কারণে ছিটকে গিয়েছেন তারকা মিডফিল্ডার মাদিহ তালাল, তার পরিবর্তে এসেছেন লাতিন আমেরিকার রিচার্ড সেলিস। এছাড়াও চোটের কারণে বহু ম্যাচ মিস করেছেন দিমিত্রিওস, হেক্টর ইউস্তে, সল ক্রেস্পোরা। সম্প্রতি বড় চোট পেয়েছেন হিজাজি মাহের এবং ক্লেইটন সিলভা ফলে পরিবর্ত ফুটবলারের খোঁজে ছিল লাল-হলুদ ব্রিগেড। এবং সূত্র মারফত জানা যাচ্ছে যে ইস্টবেঙ্গলে যোগ দিচ্ছেন ক্যামেরুনের ফরোয়ার্ড রাফায়েল এরিক মেসি বৌলি।
ভারতীয় ফুটবল অচেনা নয় মেসির, ২০১৯-২০ মরসুমে কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলেছিলেন তিনি। আইএসএলে ১৭টি ম্যাচ খেলে ৮টি গোল এবং ২টি অ্যাসিস্টও করেন তিনি। আইএসএল ছাড়াও পার্শিয়ান গালফ প্রো লিগ, চাইনা লিগ ওয়ান-এর মতো এশিয়ার বড় বড় ফুটবল লিগ গুলিতে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
ক্যামেরুনের হয়েও ৬টি ম্যাচ খেলেছেন ৩২ বছর বয়সী এই খেলোয়াড়। দেশের জার্সিতে একটি গোলও রয়েছে তাঁর। মোট ১৭৩ টি ম্যাচ খেলে ৬৯টি গোল এবং ২২টি অ্যাসিস্ট রয়েছে তাঁর নামে।
রিচার্ড সেলিস দিমিত্রিওস দিয়ামান্তাকোসের পাশাপাশি রাফায়েল মেসির যোগদান ইস্টবেঙ্গলকে আরও শক্তিশালি করে তুলবে তা বলাই যায়। আইএসএল ছাড়াও এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ রয়েছে অস্কার ব্রুজোর দলের।