শক্তিশালী বেঙ্গালুরুকে সুপার কাপের প্রথম রাউন্ডেই বিদায় করল ইন্টার কাশী

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি কলিঙ্গ সুপার কাপের প্রথম অঘটন বলাই যায়। আইলিগের ইন্টার কাশী পেনাল্টি শুটআউটে পরাজিত করল আইএসএলের রানার্স আপ বেঙ্গালুরু এফসিকে। বলা বাহুল্য, এই ম্যাচে পূর্ণশক্তি নিয়ে নেমেছিল দুই দল, কিন্তু কলিঙ্গ স্টেডিয়ামে শেষ হাসি হাসল হাবাস-কাউকোহীন কাশী।
শুরুতেই গোল করার সুযোগ পেয়েছিল কাশী, প্রশান্থ কারুথাডাথকুনির শট পোস্টে লেগে ফিরে আসে। শুরুতেই ইন্টার কাশীর দাপটে কিছুটা নড়ে গিয়েছিল বেঙ্গালুরুর ডিফেন্স। কিন্তু ২৫ মিনিটের পর থেকে হাল ধরে বেঙ্গালুরু। রায়ান উইলিয়ামস, ভিনিথ ভেঙ্কটেশরা বারবার হানা দিচ্ছিল কাশীর রক্ষণে। তবে শেষ অবধি প্রথমার্ধ গোলশূন্য থাকে।
যদিও দ্বিতীয়ার্ধে জর্জে পেরেইরা ডিয়াজকে নামিয়ে গোলমুখ খোলে বেঙ্গালুরু। আলবার্তো নগুয়েরার লম্বা পাস পান উইলিয়ামস, কিন্তু আগুয়ান কাশী গোলকিপার শুভম ধাসের ভুলে ফাঁকা নেটে বল ঠেলে বেঙ্গালুরুকে এগিয়ে দেন অস্ট্রেলিয়ান এই ফরোয়ার্ড। এরপর দ্বিতীয় গোলের জন্য মরিয়া চেষ্টা করে জেরার্ড জারাগোজার ছেলেরা। তবে সমতায় ফেরার জন্য কাশীও লড়াই চালায়। আর তার ফল মেলে ৮৮ মিনিটে। বাঁদিক থেকে অরিত্র দাসের ক্রসে বল পেয়ে দুর্দান্ত ফ্লিকে গোল করেন মাটিজা বাবোভিচ।
শেষ অবধি ম্যাচ ১-১ থাকায় খেলা গড়ায় পেনাল্টিতে। শুরুতে পেরেইরা ডিয়াজ ও রায়ান উইলিয়ামস গোল করেন বেঙ্গালুরুর হয়ে, অন্যদিকে কাশীর হয়েও প্রথম দুটি পেনাল্টিতে গোল করেন বাবোভিচ ও বিজয় ভার্ঘেসে। তবে বেঙ্গালুরুর তৃতীয় পেনাল্টি মারতে আসা আলবের্তো নগুয়েরার শট বাঁচিয়ে দেন শুভম। এরপর কাশীকে এগিয়ে দেন ডেভিড হুমানেস ও অরিত্র দাস। শেষে সুনীল ছেত্রী গোল করে বেঙ্গালুরুর আশা জিইয়ে রাখলেও অন্তিম পেনাল্টিতে নিকোলা স্টোজানোভিচ গোল করে কাশীকে ৫-৪ ফলে জেতান।