লিওনেল মেসির পছন্দের ফুটবলারদের তালিকায় নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নাম

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মেসি ও রোনাল্ডো ভক্তরা নিজেদের একে অপরের শত্রু ভাবলেও এই দুই মহাতারকা একে অপরকে শ্রদ্ধা করেন। তবে সম্প্রতি লিওনেল মেসির একটি সাক্ষাৎকার আঘাত করতে পারে রোনাল্ডো ভক্তদের, যেখানে তিনি নিজের পছন্দের ফুটবলারদের তালিকায় নাম রাখেননি পর্তুগিজ মহাতারকার।
লিওনেল মেসির তিন সন্তান রয়েছে - থিয়াগো, মাতেও ও চিরো। সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসিকে জিজ্ঞেস করা হয়, কোন ফুটবলারদের দেখতে পছন্দ করেন, বা তাদের খেলার নকল করেন। এর জবাবে চমৎকার উত্তর দেন লিও।
মেসি বলেছেন, "বাচ্চারা সব কিছু দেখে সেটিকে নকল করতে চায়। ওরা সবাইকে ফলো করে, আর ওরা সবাইকে চেনে। যে খেলোয়াড়দের আমার বাচ্চারা দেখছে? এমবাপ্পে, ভিনিসিয়াস, ইয়ামাল, লেওয়ানডস্কি, হালান্ড।"
আলাদা করে বার্সেলোনার তরুণ উইঙ্গার লামিন ইয়ামালের প্রশংসা করেছেন মেসি। তিনি বলেছেন, "লামিন ইয়ামাল এর মধ্যে যা কিছু অর্জন করেছে আর ও যা করছে তা দেখে ভালো লাগছে। ওর বয়স মাত্র ১৭, বেড়ে ওঠার প্রক্রিয়ার মাঝে রয়েছে ও। আর ও এভাবেই বেড়ে উঠবে আর উন্নতি করবে, যেমনটা আমি করেছিলাম।"