অবসর ভেঙে ফিরলেন সুনীল ছেত্রী, বাদ গুরপ্রীত! মালদ্বীপ ও বাংলাদেশের বিপক্ষে ভারতের ২৬ সদস্যের দল জেনে নিন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বৃহস্পতিবার ভারতীয় ফুটবল মহলে আলোড়ন ফেলে দিলেন সুনীল ছেত্রী।
ভারতীয় ফুটবল দলের হেড কোচ মানোলো মার্কেজ মার্চ মাসের ফিফা আন্তর্জাতিক উইন্ডোর জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন। চমক হিসেবে দলে ফিরেছেন কিংবদন্তি স্ট্রাইকার সুনীল ছেত্রী। বাদ পড়েছেন তারকা গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু। এছাড়াও দলে রয়েছে একাধিক চমক।
আন্তর্জাতিক ফুটবলে চতুর্থ সর্বোচ্চ গোলদাতা সুনীল ছেত্রী, যিনি ৯৪ গোলের মালিক, গত বছরের জুন মাসে জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন। তবে, এবার আবারও ব্লু টাইগার্সের জার্সিতে দেখা যাবে তাঁকে। আগামী ১৯ মার্চ মালদ্বীপের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে ভারত, যা ২৫ মার্চ বাংলাদেশের বিপক্ষে ২০২৭ এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ফাইনাল রাউন্ডের প্রথম ম্যাচের প্রস্তুতির অংশ। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে শিলংয়ে।
ছেত্রীর প্রত্যাবর্তন প্রসঙ্গে কোচ মানোলো মার্কেজ বলেন, "এশিয়ান কাপে যোগ্যতা অর্জন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসন্ন ম্যাচগুলোর গুরুত্ব বিবেচনা করে আমি সুনীলের সঙ্গে কথা বলি এবং তাঁকে জাতীয় দলে ফেরার অনুরোধ জানাই। তিনি সম্মত হয়েছেন, তাই আমরা তাঁকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছি।"
গোলরক্ষক: অমরিন্দর সিং, গুরমিত সিং, বিশাল কাইথ
ডিফেন্ডার: আশিস রাই, বোরিস সিং থাংজাম, চিংলেনসানা সিং, হমিংথানমাইয়া, মেহতাব সিং, রাহুল ভেকে, রোশন সিং নাওরেম, সন্দেশ ঝিঙ্গান, শুভাশিস বসু
মিডফিল্ডার: আশিক কুরুনিয়ান, আয়ুশ দেব ছেত্রী, ব্র্যান্ডন ফার্নান্ডেস, ব্রিসন ফার্নান্ডেস, জিকসন সিং, লালেংমাওইয়া (আপুইয়া), লিস্টন কোলাসো, মহেশ সিং নাওরেম, সুরেশ সিং ওয়াংজাম
ফরোয়ার্ড: সুনীল ছেত্রী, ফারুক চৌধুরি, ইরফান ইয়াদওয়াদ, লালিয়াঞ্জুয়ালা ছাংতে, মনবীর সিং