এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: গত ১৭ নভেম্বর সল্টলেকের এনকেডিয়ে স্টেডিয়ামে হয়ে গিয়েছে সারাদিনব্যাপী জমজমাট ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট মূলত আয়োজিত হয়েছিল কলকাতার বিভিন্ন স্কুলের প্রাক্তন ছাত্রদের নিয়ে। শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ এডুকেশন আ্যলমনি আয়োজিত আ্যলমনাস কাপ ২০২৪-এ অংশ নিয়েছিল মোট ১২টি স্কুল।
তবে এই টুর্নামেন্টের সবচেয়ে মূল আকর্ষণীয় উদ্যোগটি ছিল VAR। প্রযুক্তির মাধ্যমে স্বল্প খরচেই ক্যামেরার রিপ্লে দেখে রেফারিরা সিদ্ধান্ত গ্রহণ করছিলেন। উদ্যোক্তারা আশাবাদী আগামী দিনে তাদের এই প্রয়াস ভারতীয় ফুটবল কিংবা বাংলা ফুটবলের উন্নতিতে কাজে লাগবে
এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় সল্টলেক স্কুল আ্যলমনি অ্যাসোসিয়েশন ও Albanite আ্যলমনি অ্যাসোসিয়েশন। যেখানে ৩-২ গোলেএই টুর্নামেন্টের জয়ী হয় সল্টলেক স্কুল আ্যলমনি অ্যাসোসিয়েশন। এছাড়াও —
Fair Play Award জেতে Calcutta Boys' School Old Boys Association.
Player of the Tournament হন Sane Zafar Ali (Albanite Alumni Association)
টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতারা হলেন, Milaj Chatterjee (Vivekananda Mission School Alumni Association) , Aamir Warsi (St. James' School Alumni Association), Sudhiman Guha (Nava Nalanda Alumni Association)
সেরা গোলরক্ষকের খেতাব জেতেন, Adreej Kumar Mitra (Salt Lake School Alumni Association)
ফাইনালে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার হা
বিবুর রহমান।