আইএসএল কাপ জিতে আবার ভারত সেরা মোহনবাগান

একস্ট্রা টাইম বাংলা ওয়েব ডেস্ক: আইএসএল ফাইনালে প্রথমার্ধের খেলায় এডভান্টেজ বেঙ্গালুরু। মাঝমাঠে বল ধরার লড়াইয়ে মোহনবাগানকে পেছনে ফেলল বেঙ্গালুরু এফসি। নিচে সুরেশ ইনভার্ট হয়ে উঠে যাওয়া রোশন সিং, বেঙ্গালুরুর মাঝমাঠ দাপিয়ে খেলল। চার ভারতীয় ডিফেন্ডারের উপর চাপই পড়ল না। উল্টো দিকে সুনীল ছেত্রী মার্কিং ছাড়া খেলেই গেলেন। পেড্রোর বড় চেহারা বেঙ্গালুরুর পক্ষে সাহায্য করল। বিক্ষিপ্ত আক্রমণে ছিলেন ক্যামিংস ও ম্যাকলারেন। অনেক বেশি আক্রমণাত্মক ছিলেন উইলিয়ামস।
দ্বিতীয়ার্ধেও একই ধারা। ৪৯ মিনিটে আক্রমণের ধার সামলাতে না পেরে আত্মঘাতী গোল করে বসেন রদ্রিগেজ। জেতার ক্ষিদে চেপে বসেছিল বেঙ্গালুরুর। মোলিনা নামালেন অনিরুদ্ধ থাপার জায়গায় সাহালকে, আর গোটা ম্যাচে দাগ কাটতে না পারা লিস্টনের জায়গায় আশিক কুরুনিয়নকে।
খেলা ঘোরালেন দুজনই। একটু পরে ক্যামিংসের ক্রস ক্লিয়ার করতে গিয়ে হাতে লাগে সানার। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি বিশ্বকাপার ক্যামিংস। ম্যাচের শেষ কোয়ার্টারে ছিল তুল্যমূল্য লড়াই।
৮০ মিনিটে ক্যামিংসের জায়গায় নামলেন গ্রেগ স্টুয়ার্ট। ৯০ মিনিটে খেলার ফল ১-১। শুভাশিস বসুর জায়গায় নামলেন, দীপক টাঙরি। মোহনবাগান ঝড় অব্যাহত। গ্রেগের বল ধরে বল গোলে রাখলেন জেমি ম্যাকলারেন। একটু পরে হালকা চোট পেয়ে উঠলেন ম্যকলারেন নামলেন দিমি পেট্রাতোস।
ততক্ষণে ম্যাচের ফলাফল লেখা হয়ে গেছে মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষে