প্রাক্তনীর হাতেই এল দায়িত্ব, রিয়াল মাদ্রিদের নতুন বস জাবি আলোন্সো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : একটা সময়ে এই সাদা জার্সিতে ভরসা জুগিয়েছেন মাঝমাঠে। এবার ডাগআউটে থেকে দলকে নিয়ে যাবেন অন্য উচ্চতায়। মাঝমাঠে এক সময়ের ভরসা জাবি আলোন্সোকে নতুন হেড কোচ হিসেবে ঘোষণা করল রিয়াল মাদ্রিদ। আগামী ২০২৮ সালের ৩০ জুন অবধি চুক্তিবদ্ধ হলেন স্প্যানিশ কোচ।
জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনের হয়ে দুর্দান্ত কোচিং করিয়ে নিজের নতুন পরিচয় তৈরি করেছেন জাবি। তিন মরশুম জুড়ে বুন্দেশলিগা, জার্মান কাপ ও সুপার কাপ জিতিয়েছেন লেভারকুসেনকে। রিয়াল মাদ্রিদের যুব অ্যাকাডেমির দায়িত্ব নিয়ে কোচিং কেরিয়ার শুরু করেছিলেন তিনি। ২০১৮-১৯ মরশুমে রিয়ালের অনুর্ধ্ব-১৪ দলকে লিগ ও চ্যাম্পিয়নস প্রতিযোগিতা জিতিয়েছিলেন।
আগামী ২০২৮ সাল অবধি রিয়াল মাদ্রিদের হেড কোচের দায়িত্ব পালন করবেন প্রাক্তন স্প্যানিশ মিডফিল্ডার জাবি আলোন্সো। রবিবার এই ঘোষণা করে রিয়াল মাদ্রিদ। #RealMadrid #XabiAlonso #XtraTimeBangla
Posted by XtraTime Bangla on Sunday, May 25, 2025
ফুটবলার হিসেবে প্রায় সব কিছুই জিতেছেন জাবি। ২০০৯-১৪ অবধি রিয়াল মাদ্রিদের হয়ে ২৩৬টি ম্যাচ খেলেছেন তিনি। জিতেছেন একটি চ্যাম্পিয়ন্স লিগ, একটি ইউরোপিয়ান সুপার কাপ, একটি লা লিগা, দুটি কোপা ডেল রে ও একটি স্প্যানিশ সুপার কাপ। আন্তর্জাতিক মঞ্চে স্পেনের হয়ে জিতেছেন ইউরো কাপ ও বিশ্বকাপ।