রিয়াল মাদ্রিদ ভিনি ও এমবাপ্পের অস্তিত্বহীন বন্ধুত্ব বিক্রি করতে চাইছে, উঠে এল বড় দাবি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি মরশুমের শুরুতে রিয়াল মাদ্রিদে ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পের যোগদানের পর মনে করা হচ্ছিল, এই দলের আক্রমণভাগ সেরা। কিন্তু একাধিক জল্পনা উঠে এসেছে, যেখানে বলা হচ্ছে এমবাপ্পের সাথে সম্পর্ক ঠিক নেই দলের তারকা ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রের। যদিও ম্যাচে গোল হলে দুজনে এক সাথে সেলিব্রেশন করে, তবুও এই ধরণের আলোচনা চলেই থাকে।
এবার এই দুই তারকা ফুটবলারের সম্পর্ক নিয়ে বড়সড় দাবি করে বসেছেন স্প্যানিশ সাংবাদিক অ্যান্টন মেনা। এক স্প্যানিশ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মেনা দাবি করেছেন যে ভিনি এবং এমবাপ্পে একে অপরের প্রতি খুশি নন। তিনি এও জানিয়েছেন যে মাঠের বাইরে দুজন দুজনকে সহ্য করতে পারেন না, যার প্রভাব ম্যাচে পড়ছে।
এই নিয়ে মেনা বলেছেন, "রিয়াল মাদ্রিদ এমন এক ভ্রাতৃত্ব বিক্রি করতে চাইছে যার কোনও অস্তিত্ব নেই। যা আমি দেখতে পাচ্ছি, এতে মাদ্রিদের খেলায় প্রভাব পড়ছে। এই দুই তারকা একে অপরকে সাহায্য করে না এবং সহ্য করতে পারে না।"
বলা বাহুল্য, রিয়াল মাদ্রিদে এক সাথে ৩৪টি ম্যাচ খেলেছেন কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়াস জুনিয়র, কিন্তু দুজন এক সাথে মাত্র ৫টি গোল করেছেন। এর মধ্যে ২টি গোল করেছেন ভিনি, আর বাকি ৩টি গোল করেছেন এমবাপ্পে।