এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ভারতীয় ফুটবলের উন্নতি ও ভারতীয় ফুটবল দলের সমর্থকদের জন্য একটি বড় খবর। প্রাক্তন ইংরেজ খেলোয়াড় ট্রেভর সিনক্লেয়ারকে আগামী বছরের জানুয়ারিতে শুরু হতে যাওয়া আসন্ন এএফসি এশিয়ান কাপে ইগর স্টিমাচদের সহকারী হিসেবে নিযুক্ত করা হতে চলেছে।
আরও পড়ুন: ২০৩৬ অলিম্পিক আয়োজনের জন্য ৫টি বড় স্টেডিয়াম তৈরির পরিকল্পনা আহমেদাবাদের
রেভ স্পোর্টসের খবর অনুযায়ী, প্রাক্তন এই ম্যানচেস্টার সিটি এবং ওয়েস্ট হ্যাম ইউনাইটেড উইঙ্গার, যিনি ওয়েস্ট হ্যামে ইগর স্টিমাচের সাথে দুটি মরসুম কাটিয়েছেন তিনি আগামী ২৯ ডিসেম্বর ভারতীয় দলে কোচিং স্টাফ হিসেবে যুক্ত হতে চলেছেন। ভারতীয় দল আগামী ৩০ ডিসেম্বর এএফসি এশিয়ান কাপের জন্য দোহায় রওনা দেবে।
ট্রেভর সিনক্লেয়ার, একজন প্রাক্তন ইংলিশ ফুটবলার, তাঁর বিস্তৃত পেশাদার ফুটবল কেরিয়ারে তিনি একজন বিশিষ্ট মিডফিল্ডার। ২ মার্চ ১৯৭৩ সালে ইংল্যান্ডে জন্মগ্রহণকারী, ট্রেভর তাঁর ফুটবল কেরিয়ারে ব্ল্যাকপুল, কুইন্স পার্ক রেঞ্জার্স (কিউপিআর), ওয়েস্ট হ্যাম ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি এবং কার্ডিফ সিটির মতো উল্লেখযোগ্য ক্লাবের হয়ে খেলেছেন। ২০০২ ফিফা বিশ্বকাপ দলেও অংশ ছিলেন। ১৯৯৮ থেকে ২০০২ সাল পর্যন্ত ১৭৭টি ম্যাচে ৩৭ টি গোল করেছিলেন। পরবর্তীকালে, তিনি ম্যানচেস্টার সিটির হয়ে খেলেছিলেন।