এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার কলকাতায় পা রেখেছেন ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। এবং কলকাতায় ৪ ও ৫ জুলাই একাধিক কর্মসূচিতে যুক্ত থাকবেন গোল্ডেন গ্লাভস জয়ী এই তারকা। বুধবার জেডব্লু ম্যারিয়টে মার্টিনেজের জন্য থাকছে এলাহি নৈশভোজের ব্যবস্থা।
এদিকে মঙ্গলবার মিলন মেলা মাঠে 'তাহাদের কথা' অনুষ্ঠানে মার্টিনেজকে আপ্যায়িত করা হবে সুস্বাদু বাঙালি খাবারে। জনপ্রিয় বাঙালি রেস্তোরাঁ 'সপ্তপদী' এর কাছে দায়িত্ব পড়েছে এই বিশেষ মুহুর্তের জন্য খাবার তৈরি করার।
আরও পড়ুন - “আমি বাংলাদেশের বাজপাখি!” বাংলাদেশ সফরে নিজের নতুন পরিচয় পেলেন এমি মার্টিনেজ
সপ্তপদী রেস্তোরাঁর তরফ থেকে একাধিক সুস্বাদু ও প্রসিদ্ধ বাঙালি খাবার খাওয়ার সুযোগ পাবেন মার্টিনেজ। যার মধ্যে থাকবে বাঙালির প্রিয় ইলিশ পাতুরি ও ডাব চিংড়ি। ঘটি-বাঙালের মিশেলে মেনু একেবারে জমজমাট। চলুন দেখে নিই কি কি থাকছে এমির জন্য।
কাঁচা আমের শরবৎ
লিচু লঙ্কার শরবৎ
ব্লু ল্যাগুন
জল
গ্রিন স্যালাড প্ল্যাটার
বেদানা ভিনাইগ্রেটের সাথে কাটা শশা
কর্ন ক্যাপসিকাম ভিনাইগ্রেট
অ্যাসোর্টেড লেটুস
তরমুজ ও ফেটা চিজ
কিমা মটর টার্ট
অনিয়ন বেলপেপার টার্ট
আলু পোস্ত ক্যানাপে
মালাই মুরগি ভুট্টা ক্যানাপে
ভাত
বাসন্তী পোলাও
লুচি
ছোলার ডাল
ভাজা মশলা আলুর দম
ঝুড়ি আলু ভাজা
ধোকার ডালনা
পটলের দোরমা
ডাব চিংড়ি
ইলিশ পাতুরি
চট্টগ্রামের চৈতল মুইঠ্যা
সপ্তপদীর অভিনব মাংস
কাঁচা লঙ্কার মুরগি
আমের চাটনি
খেজুর আমসত্ত্ব চাটনি
পাঁপড়
রসগোল্লা
পান্তুয়া
মিষ্টি দই
লিচু লঙ্কার পায়েস
পান
তবে এত কিছু খাওয়ার পরেও নিজের শরীরচর্চায় নজর দেবেন অ্যাস্টন ভিলায় খেলা এই তারকা। এই সফরে অত্যধিক খাওয়ার কারণে প্রতিদিন নিয়মিত দুই ঘন্টা করে ব্যায়াম করবেন তিনি।