এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে হারের পরই ভারতীয় দলকে নিয়ে শুরু হয়েছে সমালোচনা। এরইমধ্যে বিস্ফোরক গৌতম গম্ভীর। ভারতে দলের থেকে ব্যক্তি বেশি গুরুত্ব পায় বলে বিস্ফোরক অভিযোগ করেছেন গম্ভীর।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাতকারে গম্ভীর বলেন, "আমাদের দেশের সমর্থকরা দলকে ভালোবাসে না। তাঁরা ব্যক্তিপুজো করে। দলের চেয়েও দলের তারকা ক্রিকেটারের জন্য আমরা বেশি গলা ফাটাই। অথচ ইংল্যান্ড, নিউজিল্যান্ড বা অন্যান্য দেশের ফ্যানদের দেখুন। ওদের কাছে দলটাই সব। ব্যক্তিগতভাবে কোনও ক্রিকেটারকে প্রাধান্য দেওয়া হয় না।"
আরও পড়ুন: WTC ফাইনালে হারের পর বড় শাস্তি পেলেন শুভমন গিল
একইসঙ্গে ধোনি কোহলির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও মুখ খুলেছেন ভারতীয় দলের প্রাক্তন এই ক্রিকেটার। সদ্য সমাপ্ত আইপিএলে কোহলি-গম্ভীর বিতর্ক ছিল চর্চার কেন্দ্রবিন্দুতে। দুই তারকার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গম্ভীর বলেছেন, "ধোনি এবং কোহলির সঙ্গে আমার সম্পর্ক একই। যদিও আমাদের মধ্যে কোনও তর্ক হয় সেটা মাঠেই। ব্যক্তিগত বলে কিছু নেই। ওরাও ম্যাচ জিততে চায়, আমিও তাই চাই।"
গম্ভীর আরও বলেন, "১৯৮৩ বিশ্বকাপের ট্রফি হাতে শুধু কেন কপিল দেবের ছবিই সব জায়গায় দেখানো হয়, কেন সেই বিশ্বকাপে সেমিফাইনাল ও ফাইনালে ম্যাচের সেরা পুরস্কার পাওয়া মহিন্দার অমরনাথকে দেখানো হয় না?'