অনুশীলনে ফিরলেন হার্দিক পান্ডেয়া! মাঠে কবে নামবেন? জানুন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ইংল্যান্ড ম্যাচের আগেই বড় সুখবর ভারতীয় ক্রিকেট ভক্তদের জন্য। সহ অধিনায়ক হার্দিক পান্ডেয়া জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ব্যাটিং অনুশীলন শুরু করে দিয়েছেন। শনিবার জিমেও বেশকিছু সময় কাটিয়েছেন তিনি। খবর অনুযায়ী, মঙ্গলবার অথবা বুধবার থেকে বোলিং অনুশীলনও শুরু করবেন হার্দিক। তাঁর চোট অনেকটাই সেরে উঠেছে বলে শোনা যাচ্ছে।
এর আগে শোনা যাচ্ছিল যে হার্দিক পান্ডেয়ার বা পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে কিন্তু এমন কিছু হয়নি বলেই জানা যায়।
আরও পড়ুন- বিশ্বকাপের পরে ভারতের বিরুদ্ধে টি২০ সিরিজের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া
ইতিমধ্যে নিউজিল্যান্ড ম্যাচ খেলতে পারেননি হার্দিক। আসন্ন ইংল্যান্ড ম্যাচেও মাঠের বাইরে থাকবেন তিনি।এছাড়াও ২ নভেম্বর শ্রীলঙ্কা এবং ৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকা ম্যাচেও তিনি খেলতে পারবেন না বলেই মনে করা হচ্ছে।
তিনি যদি ঠিকঠাক সুস্থ হয়ে ওঠেন তাহলে তিনি কলকাতায় আসবেন তবে ম্যাচটি খেলবেন কী না তা নির্ভর করবে তার ফিটনেসের উপর।
বাংলাদেশ ম্যাচে হার্দিক চোট পান। তার দলে না থাকায় দলের ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও চিন্তার কারণ হয় উঠেছে। আগামী ২৯ অক্টোবর লখনউয়ের একানা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত।