ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ হেরে নিজেকেই দোষী বললেন অধিনায়ক হার্দিক

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ ম্যাচের সিরিজের প্রথম ৪ ম্যাচে দুইদলই দুটি করে ম্যাচ জিতেছিল। ফলত শেষ ম্যাচের উপরেই সিরিজের ভাগ্য নির্ভর করছিল। আর এই গুরুত্বপূর্ণ ম্যাচে ৮ উইকেটে জয়লাভ করে ওয়েস্ট ইন্ডিজ দল। ম্যাচ এবং সিরিজ হেরে ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক হার্দিক পান্ডেয়া নিজের ঘাড়েই দোষ নিয়েছেন।
আরও পড়ুন- বিদেশে খেলা ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারদের নিয়ে বিশেষ পরিকল্পনা AIFF-এর
হার্দিক ম্যাচ শেষে বলেছেন, "আমি নামার পর দল ছন্দ হারিয়ে ফেলে। আমি বিশ্বাস করি আমরা আরও উন্নতির জন্য নিজেদেরকে চ্যালেঞ্জ জানাবো। আমি আমার ছেলেদের চিনি। হাতে অনেক সময় আছে সমস্যার সমাধান করার জন্য। অনেক সময় পরাজয় ভালো। আমি নামার পর শেষ দশ ওভার আমরা কাজে লাগাতে পারিনি। আমি অনেক সময় নিয়ে ফেলি কিন্তু ফিনিশ করতে পারিনি।"
যদিও নিজেকে দোষ দিলেও দলের তরুণ ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছেন হার্দিক।