এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আন্তর্জাতিক বিরতির পর আবারও শুরু হতে চলেছে আইএসএল। আর লিগ পর্বের শেষ পর্যায়ে দলগুলি লড়াই করছে হয় লিগ শিল্ড, নইলে সুপার সিক্সে ওঠার জন্য লড়ছে। এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গল এফসি লড়াই করছে প্রথম ছয়ে থাকার জন্য। কিন্তু কাজটা কঠিন, অত্যন্ত কঠিন লাল-হলুদ ব্রিগেডের জন্য।
সুপার কাপ জেতার পর থেকে ইস্টবেঙ্গল একেবারেই ছন্দে নেই। সুপার সিক্সে ওঠার জায়গায় থেকেও মাত্র একটি ম্যাচ জিতে এখন দশম স্থানে ধুঁকছে কার্লেস কুয়াদ্রাতের ছেলেরা। তবে অঙ্কের বিচারে এখনও সুপার সিক্সে যাওয়ার জায়গায় রয়েছে ইস্টবেঙ্গল। চলুন দেখে নিই, কোন সমীকরণে নকআউটে যোগ্যতা অর্জন করতে পারবে ইস্টবেঙ্গল।
আরও পড়ুন - কোন অঙ্কে আইএসএল লিগ শিল্ড জিতবে মোহনবাগান? জেনে নিন সমীকরণ
ইস্টবেঙ্গল বর্তমানে ১৯টি ম্যাচ খেলে ১৮ পয়েন্ট পেয়েছে। এখন তাদের ম্যাচ বাকি কেরালা ব্লাস্টার্স, পাঞ্জাব এফসি ও বেঙ্গালুরু এফসির সাথে, যার মধ্যে শুধু বেঙ্গালুরু ম্যাচটিই ঘরের মাঠে। এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গলকে সব ম্যাচ জিততেই হবে। শুধু সব ম্যাচ জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে বাকিদের দিকেও।
চেন্নাইন এফসিকে তিন পয়েন্ট খোয়াতে হবে। অন্যদিকে নর্থইস্ট ইউনাইটেড ও জামশেদপুর এফসিকে পয়েন্ট হারাতেই হবে। এদিকে বেঙ্গালুরু ও পাঞ্জাবকে তাদের বাকি ম্যাচে পয়েন্ট হারাতে হবে। এই সব ফলাফল যদি হয়, তবে ইস্টবেঙ্গলের সুপার সিক্সে ওঠার আশা পুনরায় সত্যি হবে।