মোহনবাগান কিভাবে যেতে পারবে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে? দেখুন সমীকরণ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গ্রুপ অফ ডেথ থেকে শীর্ষস্থানে থেকে কোয়ার্টার ফাইনালে যোগ্যতা অর্জন করল ইস্টবেঙ্গল। প্রথমে আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্টকে হারানো, তারপর বুধবার আইলিগ চ্যাম্পিয়ন পাঞ্জাব এফসিকে হারাল কার্লোস কুয়াদ্রাতের ছেলেরা। এর ফলে তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে নকআউটে উঠল লাল-হলুদ ব্রিগেড।
আরও পড়ুন - মোহনবাগানকে ম্যাচ জিতিয়ে নিজের ফুটবল আইডলের নাম বললেন আনোয়ার
কিন্তু প্রশ্ন হল, মোহনবাগানের কতটা সম্ভাবনা রয়েছে কোয়ার্টার ফাইনালে ওঠার? এবারের ডুরান্ড কাপের নিয়ম অনুযায়ী, ছয়টি গ্রুপের শীর্ষ স্থানাধিকারী ছয় ক্লাব সরাসরি যোগ্যতা অর্জন করবে কোয়ার্টার ফাইনালের জন্য। বাকি দুটি জায়গা পূরণ করবে ছয় গ্রুপের মধ্যে সেরা দুই দ্বিতীয় স্থানাধিকারী দল।
সেক্ষেত্রে সেরা দ্বিতীয় স্থানাধিকারী দল হিসেবে নকআউটে ওঠার সম্ভাবনা রয়েছে মোহনবাগানের। বর্তমানে তাদের তিন ম্যাচে ছয় পয়েন্ট, কিন্তু উল্লেখযোগ্য হল তাদের গোল পার্থক্য (+৬), যা বাকিদের থেকে তাদের অনেকটাই এগিয়ে রেখেছে।
আরও পড়ুন - কঠিন ম্যাচ জিতে খুশি জুয়ান, আশিক নিয়ে দিলেন বড় আপডেট
এদিকে নর্থইস্ট ইউনাইটেড দুই ম্যাচে চার পয়েন্টে রয়েছে। শেষ ম্যাচে ডাউনটাউন হিরোসকে হারালে তারাও পরের রাউন্ডে উঠবে সেরা দ্বিতীয় স্থানাধিকারী দল হিসেবে।
এদিকে এই লড়াইয়ে রয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব ও ওড়িশা এফসি। দুই দলেরই দুই ম্যাচে তিন পয়েন্ট, নিজেদের শেষ ম্যাচ জিতলে মোহনবাগানের সাথে সমান ছয় পয়েন্ট হয়ে যাবে। তবে গোল পার্থক্য অন্তরায় হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য।
মহামেডানের শেষ ম্যাচ জামসেদপুর এফসির বিরুদ্ধে। সেই ম্যাচে মহামেডানকে অন্ততপক্ষে ৮ গোলের ব্যবধানে জিততে হবে। তবে গোল পার্থক্যে মোহনবাগানকে টপকাবে মহামেডান।
আরও পড়ুন - পাঞ্জাবকে হারিয়ে গ্রুপশীর্ষে থেকে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে উঠল ইস্টবেঙ্গল
এদিকে ওড়িশা এফসির শেষ ম্যাচ বোডোল্যান্ড এফসির বিরুদ্ধে। সেই ম্যাচে ওড়িশা ৭ গোলের ন্যুনতম ব্যবধানে জিতলে তবেই মোহনবাগানকে টপকাতে পারবে তারা। যদিও ওড়িশা এই প্রতিযোগিতায় রিজার্ভ দল নিয়ে খেলছে।
ফলে কোয়ার্টার ফাইনালে ওঠার ক্ষেত্রে ইতিবাচক সম্ভাবনাই রয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের। তবে ফুটবলে অঘটন অবশ্যম্ভাবী।