মালয়েশিয়া মাস্টার্স জিতলেন এইচএস প্রণয়

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার ভারত আবারও ব্যাডমিন্টনে সেরার শিরোপা পেল, সৌজন্যে তারকা শাটলার এইচএস প্রণয়। মালয়েশিয়া মাস্টার্স সুপার ৫০০ এর পুরুষ বিভাগের ফাইনালে জিতলেন প্রণয়।
৩০ বছরের এই ভারতীয় শাটলার ফাইনালে হারান চীনের ওয়েং হাং ইয়াংকে। ৯৪ মিনিটের এই কঠিন লড়াইয়ে ২১-১৯, ১৩-২১, ২১-১৮ ফলে প্রণয় হারান বিশ্বের ৩০ নম্বর র্যাঙ্কে থাকা চিনা শাটলারকে।
এর জেরে প্রায় ৬ বছর পর সিঙ্গলস খেতাব জিতলেন প্রণয়। এর আগে ২০১৭ সালে ইউএস ওপেন গ্রাঁ জিতেছিলেন প্রণয়।
আরও পড়ুন - দেশকে সম্মান এনে দেওয়া কুস্তিগিরদের লাঠিপেটা ও আটক করল দিল্লি পুলিশ
তবে প্রণয়ের এই খেতাব জেতা সহজ ছিল না, একের পর এক কঠিন প্রতিপক্ষকে হারিয়ে এসেছেন তিনি। বিশ্বের পাঁচ নম্বর চৌ তিয়েন চেন, অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন লি শি ফেং এবং জাপানের কেন্টা নিশিমোতোকে হারিয়েছেন প্রণয়।