এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ১০ম বার আইপিএল ফাইনাল। এ এক অনন্য রেকর্ড। এর পাশাপাশি পঞ্চম আইপিএল জয়ের হাতছানি। চেন্নাই সুপার কিংসকে ২০২৩ আইপিএল ফাইনালে তুলে দলের প্রশংসা করলেন ধোনি। সাথে অবসরের বিষয় দিলেন বড় আপডেট।
ম্যাচ শেষে ধোনি বলেছেন, "আইপিএল অনেক বড় একটি টুর্নামেন্ট। আগে ৮টি দল খেলত এখন ১০। আমি বলব না যে এটি শুধুমাত্র আরও একটি ফাইনাল। এটি দুই মাসের কঠোর পরিশ্রমের ফল। দলের সকলে নিজেদের সেরাটা দিয়েছেন। হ্যাঁ, মিডল অর্ডার সেভাবে খেলতে পারেনি। গুজরাট টাইটান্স অসাধারণ একটি দল এবং তারা খুবই ভালো রান তাড়া করছিল। টসে হেরে আমাদের ভালোই হয়েছে। জাড্ডু (জাদেজা) যদি তাঁর অনুকুল পরিবেশ পান তাহলে তাঁর বিরুদ্ধে রান করা কঠিন। জাদেজার বোলিংয়েই খেলা বদলে যায়। মঈনের সাথে তাঁর পার্টনারশিপও ভুলে গেলে চলবে না। আমরা ফাস্ট বোলারদের আত্মবিশ্বাস যোগাতে চেয়েছিলাম।"
আরও পড়ুন- সময় নষ্টের খেলা এবার ক্রিকেটেও! ধোনির এই কাজে অবাক ক্রিকেট মহল
ফাইনালে উঠে নিজেকে বিরক্তিকর অধিনায়ক বলেন ধোনি। তিনি জানিয়েছেন, "আমি খুবই বিরক্তিকর অধিনায়ক হতে পারি। আমি ২-৩ ফুটের মধে ফিল্ডারদের বারংবার পরিবর্তন করি। ফিল্ডারদের কাছে আমি একটাই অনুরোধ করি যে তাঁরা যেন আমার দিকে নজর রাখেন। তারা যদি ক্যাচ মিসও করে আমার তরফ থেকে কোনো প্রতিক্রিয়া থাকবে না, শুধু আমার দিকে নজর রাখতে হবে।"
সবশেষে এই আইপিএলের সবচেয়ে আলোচিত প্রশ্ন অর্থাৎ তাঁর অবসরের বিষয় উত্তর দিলেন ধোনি। তিনি বললেন, "আগামী মরশুমে আমি খেলব কি না আমি জানিনা। ভাবার জন্য আমার কাছে ৮-৯ মাস সময় আছে। এই মাথাব্যাথা এখন কেন নেব? আমি সব সময়ই চেন্নাই সুপার কিংসের সাথে থাকব। মাঠে হোক কিংবা মাঠের বাইরে।"