ইংরেজিতে কথা বলার দক্ষতা নিয়ে সাংবাদিকের প্রশ্নের সোজাসাপটা জবাব দিলেন নীরাজ চোপড়া

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ভারতীয় ক্রীড়াজগতে সফলতম অ্যাথলিটদের মধ্যে নীরাজ চোপড়ার নাম নিঃসন্দেহে উপরের দিকে থাকবে। সদ্য প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে ডায়মন্ড লিগ জিতেছেন এই জ্যাভেলিন থ্রোয়ার।
কিন্তু আজকাল একজন ক্রীড়াবিদের ব্যক্তিত্ব ফুটে ওঠে তিনি কতটা ইংরেজি বলতে পারছেন কিনা তার উপর। আর নীরাজ ইংরেজিতে কতটা সাবলীল, এই নিয়ে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন। আর তার উত্তরে বেশ সোজাসাপটা জবাব দেন অলিম্পিক স্বর্ণপদকজয়ী নীরাজ।
তারকা এই অ্যাথলিট সেই সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছেন, "আমি জানি আমার ইংরেজি ভালো নয়, তবে আমি চেষ্টা করি ভালো করার। কোচের সাথে কথা বলতে বলতে অনেকটাই ভালো হয়েছে। আমি জানি অ্যাথলেটিক্স বৈশ্বিক একটি ক্রীড়া এবং আমি সকলের কাছে পৌঁছতে চাই। আমি জানি আমি সব জায়গায় দোভাষী পাবো না, তাই আমি আমার সেরাটা দিই।"
অলিম্পিকে সোনা জেতার পর প্রথম ভারতীয় পুরুষ অ্যাথলিট হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন নীরাজ চোপড়া। সদ্য জুরিখে তিনি ৮৮.১৪ মিটার জ্যাভেলিন থ্রো করে জিতলেন ডায়মন্ড লিগ।