এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: চলতি বছরের শেষেই ৫ ই অক্টোবর থেকে ভারতে শুরু হচ্ছে ৫০ ওভারের বিশ্বকাপের আসর। ২০১১ সালের পর আবারও দেশের মাটিতে বিশ্বকাপের আসর। এই প্রথমবার গোটা টুর্নামেন্টটাই ভারতে আয়োজিত হবে। উত্তেজনার পারদ ইতিমধ্যেই চড়ছে। এরই মাঝে আইসিসির এক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে তুমুল হইচই। দেশের বিনোদন জগতের সবচেয়ে বড় সুপারস্টারকে বিশ্বকাপ ট্রফির সামনে সহ দেখা গেল। স্বয়ং 'বলিউড বাদশা' শাহরুখ খান।
আরও পড়ুন: বিরাট কোহলির ৫০০ তম ম্যাচের আগে দলের সুপারস্টারকে নিয়ে বড় বার্তা দিলেন রাহুল দ্রাবিড়
এর আগে বুধবার আইসিসি বিশ্বকাপ ট্রফিসহ শাহরুখের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় আইসিসি তরফে পোস্ট করা হয়। এরপরই আজ অর্থাৎ বৃহস্পতিবার আইসিসির তরফ থেকে পোস্ট করা হয় একটি ২ মিনিট ১৩ সেকেন্ডের ভিডিও। আর তাতেই সুপারহিট হয়ে গিয়েছে কয়েক ঘণ্টায়। হতে বাধ্য কারণ তাতে আছে শাহরুখ খান এবং ক্রিকেটের সবচেয়ে বড় ট্রফি একদিনের বিশ্বকাপ।
ভারতের মাটিতে হতে চলা একদিনের বিশ্বকাপের প্রমো রিলিজ করেছে আইসিসি। তাতে শাহরুখ খানের ভয়েজ ওভার ছাড়াও আছেন মুরলীধরন, রড্রিগেজ, জন্টি রোডসদের মতো তারকারা।ক্যাপশনে লেখে, ‘কিং খান এবং ক্রিকেট বিশ্বকাপ ট্রফি কাছাকাছি।’ যারপর প্রশ্ন উঠছে, এবার কি ক্রিকেট বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে চলেছেন শাহরুখ খান? ছবিটা সামনে আসার পর এই প্রশ্নটা উঠতে শুরু করেছে সমর্থকদের মধ্যে।