এক টাকায় কলকাতা লিগ! সম্প্রচার নিয়ে বড় ঘোষণা আইএফএর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার সাংবাদিক বৈঠকে আইএফএ ঘোষণা করে, আসন্ন কলকাতা লিগ প্রিমিয়ার ডিভিশনের সমস্ত ম্যাচ দেখানো হবে ইনস্পোর্টস টিভি অ্যাপে। বিদেশী এই অ্যাপে কলকাতা লিগের ১৯৯টি ম্যাচ দেখানো হবে।
এই নিয়ে নিঃসন্দেহে স্বস্তির নিঃশ্বাস ফেলবে আইএফএ। কারণ স্পনসর ও সম্প্রচারক পাওয়া নিয়ে জটিলতা ছিলই। তবে ইনস্পোর্টসকে পেয়ে শুধু সম্প্রচারের সমস্যাই মিটল না, বরং স্পনসরশিপ আনা থেকে শুরু করে লিগ চালানোর যাবতীয় অর্থ দেবে এই সংস্থা। এমনটাই জানিয়েছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত।
তবে এই লিগের সম্প্রচারের অন্যতম বড় ক্যাচলাইন হিসেবে উঠে এসেছে, এক টাকায় কলকাতা লিগ! অর্থাৎ ১৯৯টি কলকাতা লিগের পুরো প্যাকেজের অর্থ ১৯৯ টাকা। এদিকে একটি নির্দিষ্ট ম্যাচ দেখতে গেলে তার জন্য দিতে হবে মাত্র ২ টাকা।
আরও পড়ুন - কলকাতা লিগের উদ্বোধনী ম্যাচে থাকছে বিশেষ চমক
এদিকে তিন প্রধান অর্থাৎ মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান ম্যাচের জন্য রয়েছে আলাদা পাস, যার নাম 'বিগ থ্রি'। এই পাসের মাধ্যমে তিন প্রধানের সমস্ত ম্যাচ দেখা যাবে। এর মূল্য ১৫০ টাকা।
তবে যদি শুধু মোহনবাগান, ইস্টবেঙ্গল বা মহামেডানের কোনও একটি ম্যাচ দেখতে হয়, তাহলে তার জন্য ১০ টাকা দিতে হবে। আবার গ্রুপ পর্বে মোহনবাগান-মহামেডান, কিংবা যদি সুপার সিক্সে ডার্বি সহ তিন প্রধান একে অপরের মুখোমুখি হয়, সেই ম্যাচগুলি দেখতে দিতে হবে ২০ টাকা।