আগের মতই কি কলকাতা লিগে টিকিট পাওয়া যাবে? উত্তর দিল আইএফএ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুরু হয়ে গেল কলকাতা লিগ। ২৬ দলের এই লিগে আবারও তিন প্রধান মোহনবাগান মহামেডান ও ইস্টবেঙ্গল খেলবে এক সাথে। কলকাতা ময়দানে আবারও ফিরছে কলকাতা লিগ।
কিন্তু প্রশ্ন হল, আগের মত কি লোকে খেলা দেখতে মাঠে আসবে? আবারও কি ভরবে মোহনবাগান, ইস্টবেঙ্গল মহামেডানের গ্যালারি? তথাকথিত ছোট দলগুলির ম্যাচ দেখতে কতজন আসবে?
এই নিয়ে বেশ আশাবাদী বার্তা দিয়েছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। তিনি মনে করছেন, মাঠে লোক ঠিকই আসবে। পাশাপাশি এও মনে করছেন, লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমেও বহু মানুষ এবারের লিগ দেখবে।
আরও পড়ুন - এক টাকায় কলকাতা লিগ! সম্প্রচার নিয়ে বড় ঘোষণা আইএফএর
এই নিয়ে অনির্বাণ দত্ত বলেছেন, "মাঠে আমাদের যত দর্শক হয়, তার থেকে অনেক বেশি মানুষ গণমাধ্যমে খেলাটা দেখে। গত ডার্বিতে মাঠে ৬০ হাজার লোক এসেছিল, কিন্তু মাঠের বাইরে ৪৮ লক্ষ মানুষ খেলাটা দেখেছিল। ফলে ৪৮ লক্ষ মানুষের মধ্যে ৬০ হাজার মানুষ আসবে না, এই ধারণাটা ভুল।"
এদিকে কলকাতা লিগের ম্যাচের জন্য টিকিট কোথা থেকে পাওয়া যাবে? এই নিয়েও বড় ঘোষণা করেছেন আইএফএ সচিব।
এই নিয়ে অনির্বাণ দত্ত বলেছেন, "মোহনবাগান ইস্টবেঙ্গল মহামেডানের ম্যাচের টিকিটগুলো ওদের মাঠ থেকেই পাওয়া যাবে। এখন তো অনলাইনে টিকিট কাটা যায়, সেখান থেকে তারা টিকিট কাটতে পারবে। এগুলি দেওয়ার জন্য সেন্টার তৈরি করা হবে, যেখান থেকে টিকিট সংগ্রহ করা যাবে।"