এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি কলকাতা লিগে খেলার কথা থাকলেও এখনও অবধি নামেনি। এই নিয়ে জটিলতা চললেও কলকাতার দুই প্রধানই সম্মতি দেয় এই লিগে খেলার জন্য। যদিও এটিকে মোহনবাগানের বেশ কিছু তারকাই বাইরে, আবার এসসি ইস্টবেঙ্গল এখনও দল গোছাচ্ছে, অনুশীলন তো দুরের কথা।
আর এই অবস্থায়, কলকাতা লিগের জন্য নয়া সূচি ঘোষণা করল আইএফএ। আর তাতে দেখা গিয়েছে, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) এসসি ইস্টবেঙ্গল নামবে বিএসএস স্পোর্টিংয়ের বিরুদ্ধে। এদিকে এটিকে মোহনবাগানের খেলা পড়েছে আগামী বুধবার (৮ সেপ্টেম্বর) পিয়ারলেস স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে।
এরপর এসসি ইস্টবেঙ্গলের খেলাগুলি যথাক্রমে মহমেডান স্পোর্টিং ক্লাব (১২ সেপ্টেম্বর) ও রেলওয়ে এফসি (১৫ সেপ্টেম্বর) এর বিরুদ্ধে। এদিকে এটিকে মোহনবাগানের খেলা পড়েছে ক্যালকাটা কাস্টমস (১১ সেপ্টেম্বর) এর বিরুদ্ধে। যদিও কোথায় ও কোন সময়ে খেলা হবে, এই নিয়ে কোনও আপডেট দেয়নি আইএফএ।
কিন্তু প্রশ্ন থেকেই গেল, দলগঠনে ব্যস্ত এসসি ইস্টবেঙ্গল কি দল নামাবে আগামীকাল, যেখানে অনুশীলনও হয়নি। যদিও অনুশীলন করছে এটিকে মোহনবাগানের ফুটবলাররা। ফলে শেষ অবধি জটিলতা বজায়ই থাকল।