খেলা না হওয়ায় স্টেশনের মাটিতেই ঘুমোলেন ধোনি ভক্তরা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার আহমেদাবাদে প্রবল বৃষ্টির জেরে আইপিএল ২০২৩ ফাইনালের এক বলও খেলা হয়নি। আর এর জেরে হতাশ টিকিট কেটে খেলা দেখতে আসা দর্শকরা।
তবে শুধু আহমেদাবাদ নয়, দেশের বিভিন্ন জায়গা থেকে মহেন্দ্র সিং ধোনির ভক্তরা এসেছেন নিজেদের গুরুকে সম্ভবত শেষবার দেখতে। কিন্তু রবিবার খেলাই হল না। তবুও দমেননি ধোনি ভক্তরা।
আরও পড়ুন - ধোনি পার্থক্য গড়ে দেবেন আইপিএল ফাইনালে, জানালেন প্রাক্তন তারকা ভারতীয় ওপেনার
ম্যাচের পর অসংখ্য ধোনি ভক্ত-সমর্থকদের দেখা যায় আহমেদাবাদ রেল স্টেশনের মাটিতে ঘুমোতে। আর এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নিজেদের প্রিয় মানুষকে শেষবার খেলতে দেখার জন্য সমস্ত রকম আত্মত্যাগ করতে রাজি তারা।
এদিকে রবিবার খেলা ভেস্তে গেলেও সোমবার সন্ধ্যে সাড়ে সাতটায় আইপিএল ফাইনাল হবে, যেখানে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্স।