এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ভারতীয় মহিলা দল টেস্ট ম্যাচে হারাল অজিদের। ৮ উইকেটে বিরাট জয় তুলে নিল হরমনপ্রীত ব্রিগেড। তৃতীয় দিনের ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়েছিল ভারত। রবিবার চতুর্থ দিনের মাঝপথেই খেলার শেষ হয়ে গেল। সেই সঙ্গে ঐতিহাসিক জয় পেল ভারত।
আরও পড়ুন: মোহনবাগানের ছন্নছাড়া ফুটবলে ফুল ফোটাল গোয়া
রবিবার অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৬১ রানে। ৭৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। সেইসঙ্গে ম্যাচও জিতে নেয় হরমনপ্রীত ব্রিগেড।
ভারতীয় বোলারদের দাপটে ২১৯ রানেই শেষ হয় অস্ট্রেলিয়া মহিলা দলের প্রথম ইনিংস। প্রথম ইনিংসে পূজা চারটি ও স্নেহ রানা ৩টি উইকেট নেন। চার ভারতীয় ব্যাটারের অর্ধশতরানে ভর করে প্রথম ইনিংসে ৪০৬ রান তোলে ভারত। ম্যাচের রাশ অনেকটাই নিজেদের হাতে নিয়ে নেয় ভারত।
তৃতীয় দিনে ১৮৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেন অজি মহিলা ব্রিগেড। শুরুতে তারা ভালো ওপেনিং জুটি গড়ার চেষ্টা করেন। কিন্তু ভারতীয় বোলারদের সামনে খুব বেশি কার্যকরী ভূমিকা নিতে পারেনি অ্যালিশা হিলির দল। দুই ইনি্ংস মিলিয়ে ৭ উইকেট নিয়ে ম্যাচের সেরা হলেন স্নেহ রানা।